Wednesday, September 27, 2017

মাঠে কেন বজ্রপাত বাড়ছে


বাংলাদেশের মাঠে বিশাল ভারি যন্ত্রের ব্যবহারের জন্য বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ বাংলায় এ বাবদে কোন কাজ হয়েছে এযাবৎ?
মন্তব্যগুলি
Adv Ariful Ripon মোবাইল টাওয়ার, এজন্য কয়েকজন বাংলাদেশী প্রকৌশলী একটি বাঁশের টাওয়ার বানিয়েছেন। সেটি এখন স্থাপন করে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিচালনা করুন
Biswendu Nanda ঠিক বলেছেন। আর হাতে সবসময় সকলের প্রায় মোবাইল থাকে, সেটা সমস্যা।
পরিচালনা করুন
Adv Ariful Ripon এ বছর অনেক অনেক বজ্রপাত হয়েছে এদেশে, শুধু মোবাইল/ মোবাইল টাওয়ার এর জন্য।
পরিচালনা করুন
Biswendu Nanda টুটুল যে সূত্রটা দিয়েছিলেন-
http://www.bd-pratidin.com/last-page/2017/09/26/267129
জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার বিরূপ আচরণ, তাল গাছের মতো লম্বা গাছের সংখ্যা কমে যাওয়া, আকাশে কালো মেঘের…
BD-PRATIDIN.COM
পরিচালনা করুন
Amirun Nahin বজ্রাপাতে মারা যাওয়ার হার এতই বেড়েছে যে একে দুর্যোগের আওতায় এনেছে সরকার।
পরিচালনা করুন
Amirun Nahin দাদা মাঠে ভারি যন্ত্র তো লাগেই। এর বদলে কি ব্যবহার করবে??
পরিচালনা করুন
Biswendu Nanda আমি ভাবছি এবাংলায় কি অবস্থা। আপনারা তো চেষ্টা করছেন, কিছু করার। এ পাশে এ নিয়ে ভাবার কোন চেষ্টা আছে কি না বোঝার চেষ্টা করছিলাম।
পরিচালনা করুন
Prabir Bandyopadhyay আমি যতদূর জানি, সারা পৃথিবী ব্যাপী বজ্রপাতের সং্খ্যা ও শক্তি বেড়ে গেছে। কিছু মানুষ বলছেন উষ্ণায়ণের প্রভাবে।

No comments: