প্রথমে প্রেসিডেন্সি কলেজের শুরুর ইতিহাস
সেই আলোচনাতেই এসে যাবে ঠাকুর পরিবারের সঙ্গে রথসচাইল্ড যোগ
হিন্দু কালেজ নিয়ে খোঁজ এবং দ্বারকানাথ ঠাকুরের রথসচাইল্ডের সঙ্গে সংযোগ নিয়ে তদন্ত করতে করতে বেরিয়ে পড়ল মহা এক দস্তাবেজ সে সময়ের ক্যালকাটা গেজেট।
১৮২৪ সালের ১ মার্চএর আগের দিন বিকেল চারটেয় ক্যালকাটা গেজেটের প্রতিবেদন বলছে, গরানহাটার গোরাচাঁদ বসাকের বাড়িতে সিদ্ধান্ত হয়ে বৌবাজারে প্রাথমিকভাবে স্থাপিত হিন্দু কলেজকে (আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) পটলডাঙ্গা স্কোয়ারে নিয়ে যেতে সেনা-পুলিশের নিরাপত্তায় মুড়ে ফ্রি-ম্যাসনদের(কলকাতায় ফ্রি-ম্যাসন বিষয়ে জানতে https://www.telegraphindia.com/1080629/jsp/calcutta/story_9466827.jsp প্রতিবেদনটি এবং ব্রিটিশ সাম্রাজ্যের ফ্রিম্যাসনদের অবদান জানতে Jessica L. Harland-Jacobsএর Builders of Empire: Freemasons and British Imperialism, 1717-1927 পড়ুন) একটি মিছিল হয়। আদতে হিন্দু কলেজের শুরুই হয় গোপনীয়তায় মোড়া একটি মিশনারি গোষ্ঠীর হাত ধরে যাদের পিছনে ছিলেন রথসচাইল্ডেরা। তার ইতিহাস ঠাকুরদের সঙ্গে জড়িয়ে বলব।
পটলডাঙ্গা স্কোয়ারের অনুষ্ঠানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক, জাহাজ মালিক এবং ফ্রি-ম্যাসনদের প্রভিনশিয়াল গ্রান্ডমাস্টার জন পাস্কাল লারকিনস একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেন, ‘...অলদো দ্য সেরিমনি জাস্ট গান থ্রু, এন্ড দ্য স্টোন দাস লেইড আর অনলি ইন্সিপিয়েন্ট অব দ্য বিল্ডিং হুচ উইল আরাইজ ফ্রম ইট, য়েট আই ভিউ ইট উইথ মাচ প্লেজার, এজ দ্য ফোররানার অব এডুকেশন ইন ইন্ডিয়া, আ কান্ট্রি হুচ ইট মাস্ট বে এডমিটেড ইজ স্টিল ইন আ স্টেট অব আনসোসাল ইগনোরেন্স। ...উই হ্যাভ দ্য গ্রাটিফিকেশন অব এডিং দিস ইভনিং এনাদার স্টোন টু দ্য গ্রান্ড আর্ক অব মরাল ইম্প্রুভমেন্ট... এন্ড লেট আস ইমপ্লোর দ্য অল্মাইটি আরকিটেক্ট অব দ্য ইউনিভার্স টু ব্লেস দ্য স্ট্রাকচার হুচ ইজ আবাউট টু বি রেইজড ফর দ্য ডিফিউশন অব নলেজ’। এবং তাঁরা বিভিন্ন সংস্থা শিক্ষাকেন্দ্র তৈরি করে নেটিভদের নৈতিক অবক্ষয় (স্টেট অব মরাল ডিগ্রেডেশন ইন্টু হুইচ দ্য গ্রেটার মাস অব পিপল কনফেসডলি আর সাঙ্ক) থেকে উদ্ধার করার চেষ্টা করছেন।
এই উপলক্ষ্যে একটি রূপোর ফলক লাগানো হয় তার বিভিন্ন তথ্য খুব গুরুত্বপূর্ন, বিশেষ করে শেষের স্তবকের স্থপতির নাম। আসুন গোটা ফলকটার বয়ান পড়া যাক ...ইন দ্য রেইন অব হিজ মোস্ট গ্রেসিয়াস ম্যাজেস্টি গর্গ দ্য ফোর্থ, আন্ডার দ্য অসপিসিস অব রাইট অনারেবল উইলিয়াম পিট আমহার্স্ট গভর্নর জেনারেল অব দ্য ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, দ্য ফাউন্ডেশন স্টোন অব দিস এডিফিস, দ্য হিন্দু কলেজ অব ক্যালকাটা ঊয়াজ লেইদ বাই জন পাস্কাল লার্কিনস এস্কোয়ার, প্রভিনশিয়াল গ্রান্ড মাস্টার অব দ্য ফ্রাতারনিটি অব ফ্রি ম্যাসনস ইন বেঙ্গল, আমিডস্ট দ্য এক্লামেশনস অব দ্য র্যাভঙ্কস অব দ্য নেটিভ পপুলেশন অব দিস সিটি। ইন দ্য প্রেজেন্স অব আ নিউমারাস এসেম্বলি অব দ্য ফ্রাতারনিটি এন্ড অব দ্য প্রেসিডেন্ট এন্ড মেম্বার্স অব দ্য কমিটি অব জেনারেল ইন্সট্রাকশন অন দ্য ২৫ ডে অব ফেব্রুয়ারি ১৮২৪ এন্ড দ্য এরা আব ম্যাসনারি ৫৮২৪ হগুচ মে গড প্রসপার। প্ল্যানড বাই বি বাক্সটন, লেফতানেন্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার্স, কন্সট্রাকটেড বাই উইলিয়াম বার্ন এন্ড জেমস ম্যাকিনটস। দেশিয় বাবুদের মধ্যে গ্রান্ড মাস্টারকে ধন্যবাদ জানান বাবু রাম মোহন ঠাকুর (সূত্র ঐ দিনের ক্যালকাটা গেজেটের প্রতিবেদন)।
ফ্রিম্যাসনরা যে রথসচাইল্ডদের প্রতিনিধি, এবং রথসচাইল্ডেরা যে ফ্রিম্যাসনদের সদস্য, সে তথ্য পরিষ্কার রথসচাইল্ডদের ওয়েব সাইট সূত্রে, সেটা পরের লেখায় দেখাব।
No comments:
Post a Comment