Wednesday, September 27, 2017

বিদ্যাসাগরের বন্দনা গাই!

এক সাগর ১৫০ বছর আগে বলেছিলেন সবার জন্য শিক্ষা দেওয়া ব্রিটিশ নীতি নয়। অথচ ১লক্ষ পাঠশালায় পড়ত ৮৫% ছোটলোক। আমরা তাঁর বন্দনা গাই।
মন্তব্যগুলি
Biswendu Nanda কাউকে ট্যাগ করতে পারছি না। দুঃখিত।
পরিচালনা করুন
Biswendu Nanda ফেবু জুড়ে বিদ্যাসাগর মশায়ের খুব সুখ্যাত চলছে তো তাই আমাদের ছোটলোকেদের কিছু কথা।
পরিচালনা করুন
Amirun Nahin আমরা তো ইনারে ভালা পাই, ভক্তি করি।
সমস্যা কি??
পরিচালনা করুন
Biswendu Nanda Amirun ভদ্রমধ্যবিত্ত বাঙ্গালি ছোটলোকেদের গুয়ামারা কোন মহাপুরুষকে শ্রদ্ধা না করে!
বাংলা-বিহারের দেড় লক্ষ গ্রামে ১ লক্ষ পাঠশালা, অথচ জানাচ্ছেন সার্বজনিক শিক্ষার জন্য কোন অর্থই বেচারা ব্রিটিশবাবাদের লুঠেররা খুনি সরকারের নাই।
আহা কি গরীব, অসহায় সরকার, আর তার অসামান্য শিক্ষা উকিল।
পরিচালনা করুন
Shamik Rana Choudhuri Sokal thekey bosey achi emon akta post r comment gulon porbo boley
পরিচালনা করুন
Biswendu Nanda ১৮৩৬ সালের বাংলা-বিহার জোড়া এডাম শিক্ষা সমীক্ষার কিছু উপাত্ত-
শিক্ষকদের জাতি 
কায়স্থ ৩৬৯, ব্রাহ্মণ ১০৭, সদগোপ ৫০, আগুরি ৩০, বৈষ্ণব ১৩, তেলি ১০, ভট্ট ৯, গন্ধবণিক ৬, কৈবর্ত ৫, চণ্ডাল ৪, কুমার ৩, নাপিত ৩, সুবর্ণবণিক ২, গোয়ালা ২, বাগদি ২, নাগা ১, তাঁতি ১, 
দৈবজ্ঞ ১, বৈদ্য ১, যুগি ১, বারাই ১, কামার ১, মারায়া ১, ধোবা ১, রাজপুত ১, কালু ১, শুঁড়ি ১
শিক্ষকেরা গড়ে ৩টাকা ৪পয়সা ৯ পাই পাচ্ছেন মাসে(এই টাকার ক্রয় ক্ষমতা কত দেখা যাক। এই সময়ের একটু আগে কলকাতার চরম মূল্যবৃদ্ধির বাজারে, ১৮২০/১২২৭ সালে বিদ্যাসাগর মশাইএর পিতা ঠাকুরদাস মাসে ২ টাকা রোজগার করে, বাড়িতে মায়ের কাছে টাকা পাঠাবার মত নিজেকে স্বচ্ছল ভাবছেন)।

ছাত্রদের জাত তালিকা
ব্রাহ্মণ ৩৪২৯, কায়স্থ ১৮৪৬, সদগোপ ১২৫৪, আগুরি ৭৮৭, গন্ধবণিক ৬০৬, তেলি ৩৭১, গোয়ালা ৩১১, ময়রা ২৮১, কামার ২৬২, সুবর্ণবণিক ২৬১, তাঁতি ২৪৯, তামলি ২৪২, কৈবর্ত ২২৩, কলু ২০৭, তিলি ২০০, নাপিত ১৯২, বৈষ্ণব ১৮৯, শুঁড়ি ১৮৮, ক্ষত্রিয় ১৬১, বাগদি ১৩৮, যুগি ১৩১, বৈদ্য ১২৫, সুতার ১০৮, কুমার ৯৫, স্বর্ণকার ৮১, ডোম ৬১, চণ্ডাল ৬১, ছত্রি ৩৫, কাংস্যবণিক ৩৪, দৈবজ্ঞ ৩৩, বারাই ৩২, জালিয়া ২৮, স্বরণবণিক ২৭, মালি ২৬, ধোবা ২৪, রাজপুত ২১, বাইতি ১৬, মুচি ১৬, ভট্ট ১১, হাড়ি ১১, অগ্রদানি ৮, কুর্মি ৮, তিয়র ৪, কুঁয়ার ৩, লাহারি ৩, গারার ২, কাহার ২, মাল ২, কাণ্ডা ১, মাটিয়া ১, পাশি ১।
পরিচালনা করুন
Abu Umar আচ্ছা উনি নাকি মুসলিম বিদ্বেষী ছিলেন? ব‍্যাপারটা কি সত‍্যি?
পরিচালনা করুন
Somnath Roy Manash Nath ektu sfito ar sagnik ke tag kore dao. amar tab theke shudhu tumi i hochcho
পরিচালনা করুন
Biswendu Nanda এটা সত্যিই জানি না। জানতে পারলে সাম্রাজ্যের সর্বোচ্চ সেবক উপাধি পাওয়া মানুষটার মুকুটে আরও একটা বর্ণময় পালক জুটবে।
পরিচালনা করুন
Amirun Nahin Biswendu Nanda দাদা মূলধারায় উনাকে নিয়ে লেখাটি পড়েছেন?
পরিচালনা করুন
Amirun Nahin গুগলে দেখুন বিদ্যাসাগর লিখে। নিচের দিকে পাবেন।
পরিচালনা করুন
Biswendu Nanda ঠিক আছে আপাতত চলবে। আরও জোরদার সূত্র লাগবে, সেটা পেলাম না। এটা দিয়ে তাঁর মুসলমান বিদ্বেষ সরাসরি প্রমান করা যাবে না - উপেক্ষা আর বিদ্বেষ দুটো আলাদা বস্তু - যেমন লুঠ আর শোষণ - যেমন করে উদ্ধৃতি দিয়ে মার্ক্সের ছোটলোকেদের প্রতি গালাগালিটা প্রমান করতে পারি- তেমনি কিছু লাগবে, বিদ্যাসাগরবাবুর বেলায়। 
এ নিয়ে শুধু বিদ্যাসাগর কেন গোটা নবজাগরণের অগ্রদূতেদের অভিযুক্ত করা চলে - একমাত্র গিরিশচন্দ্র সেন বাদ দিলে, মুসলমান প্রশ্নে প্রায় প্রত্যেকে উন্নাসিক, কয়েকজন বিদ্বেষী, প্রায় হিন্দুত্ববাদীও বলা চলে লেখাপত্রে।
পরিচালনা করুন
Sayan Ghosh · Dipankar Shibu এবং অন্যান্য 18টি জনের বন্ধু
লিঙ্গ ভিত্তিক কোনো বিন্যাস পাওয়া যাবে?
পরিচালনা করুন
Biswendu Nanda মেয়েদের ১৯টা বিদ্যালয় পেয়েছেন তিনি। উচ্চবংশজ বাড়িতে মেয়েদের পড়ানো হত, তার উল্লেখ আছে।
পরিচালনা করুন
Biswendu Nanda গোটা সমীক্ষাটা পাওয়া যাবে, উনি জেলা ধরে ধরে কাজ করেছেন। শেষে সংখ্যা নিয়ে বিশ্লেষণ আছে।
সঙ্গে গান্ধীবাদী ধরমপালজী, যেখান থেকে আমি প্রথম এডামের সমীক্ষা জানতে পারি, সেটা দিলাম, সে সময় শুধু বাংলা নয়, মাদ্রাজ আর পাঞ্জাবের শিক্ষা সমীক্ষার চুম্বক দেওয়া আছে - কিন্তু গভীর ভাবে পড়লে ধরমপালজী কিছুটা এদামকে বুঝতে ভুল করেছেন, এটা স্বীকার করে নেওয়া যাক।
https://archive.org/details/TheBeautifulTree-Dharampal
The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century
ARCHIVE.ORG
পরিচালনা করুন
Biswendu Nanda ওনার কাজ মূলত অষ্টাদশ শতকের ভারত, ভারতের শিক্ষা, প্রযুক্তি। ব্রিটিশ সূত্র থেকে মূলত - কারণ উনি বলতেন আমি কোন সূত্র দিলে পশ্চিম বলবে এটা তোমরা তৈরি করেছ।
পরিচালনা করুন
Hassan Elias বিশ্বেন্দুদা, আপনি সিপাহী বিদ্রোহকে কোন চোখে দেখেন?
পরিচালনা করুন
Biswendu Nanda আপনি নয় আপনারা। সিপাহী স্বাধীনতা সংগ্রাম। বাঙ্গালি যেগুলিকে বিদ্রোহ বলেছে, যেই ফকির সন্ন্যাসীদের সময় থেকে, সেগুলি আসলে স্বাধীনতা সংগ্রাম।
পরিচালনা করুন
Hassan Elias সিপাহী বিদ্রোহের সময় বিদ্যাসাগরের ভূমিকা কীরকম ছিল?
পরিচালনা করুন
Biswendu Nanda লিখছি একটা খোঁজে, প্রত্যেকে ভাবছিলেন কি ভাবে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষা পাবে, তার ফিকির বার করা। বিদ্যাসাগর সে সময়ের একজন প্রতিভূ যিনি তার সময়েয় স্রোতে ভেসে চলেন, কেউ কেউ সময়ের স্রোতকে বদলাবার কাজ করেন। বিদ্যাসাগর তেমন ছিলেন না।
পরিচালনা করুন
Hassan Elias তিনি নাকি বিদ্রোহ দমনে নিয়োজিত ব্রিটিশ সিপাহীদ্রের থাকার জন্য হিন্দু কলেজ ছেড়ে দিয়েছিলেন।
পরিচালনা করুন
Biswendu Nanda ব্রিতিস চলে গেলে এদের সব জারিজুরি শেষ হয়ে যেত।
পরিচালনা করুন
Shamik Rana Choudhuri Likhun dada amra porbo.. Lekha pora korini... Mukhboi tei porbo

No comments: