Saturday, September 23, 2017

সত্তর বছর - বিপিন চন্দ্র পাল



(মাত্র ১৬০-৭০ বছর আগের যুক্ত বাংলার গ্রামের মক্তবে যুক্ত পাঠ্যাভ্যাসের স্মৃতি)
...ব্রাহ্মণেরা সংস্কৃত পড়িতেন। প্রত্যেক গ্রামে এজন্য টোল ও ফার্সী শেখার জন্য মাদ্রাসা বা মোক্তব ছিল। অনেক সময় এসকল মাদ্রাসা গ্রামের মসজিদের সংগে যুক্ত থাকিত। মসজিদের ইমাম বা ইন্য কোন মৌলবী শিক্ষকতা করিতেন। উচ্চ শ্রেণীর হিন্দু ও মুসলমান বালকেরা এসকল মাদ্রাসায় একসঙ্গে শিক্ষা লাভ করিত। এখানে হিন্দু মুসলমানের মধ্যে ছোঁয়াছুঁয়ির বিচার ছিল না। হিন্দু বালকেরাও মুসলমান মৌলিবীকে শিক্ষাগুরুর মর্য্যাদা ও ভক্তি অর্পণ করিত। হিন্দুরা যেমন নিজেদের বিদ্যারম্ভে বা হাতে-খড়ির সময়ে সরস্বতীর বন্দনা করিয়া লিখিতে পড়িতে আরম্ভ করিত, সেইরূপ মাদ্রাসায় বা মোক্তবে যাইয়া ফার্সী পড়িতে আরম্ভ করিবার সময় এবং প্রতিদিনের পাঠের প্রারম্ভে কোরাণের আদি কথার লা এলাহি এল আল্লা, মহম্মদ রসুল আল্লা আবৃত্তি করিত। ইহার ফলে তখনকার মধ্য শ্রেণীর হিন্দু ভদ্রলোকদিগের অন্তরে মুসলমানদিগের ধর্ম্মের প্রতি একটা সহজ শ্রদ্ধা জন্মিত।

No comments: