Friday, September 15, 2017

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা১১

রামমোহন রায়ের অন্তরঙ্গ বন্ধু উইলিয়ম এডামকে বেন্টিঙ্ক সরকার ১৮৩৫ সালে বাংলার শিক্ষা সমীক্ষা করতে দেয়। সরকারকে এডাম তিন খণ্ডের সমীক্ষা জমা দিয়ে বলেন বাংলার ১ লক্ষ ৫৬ হাজার গ্রামে অন্তত ১ লক্ষ বিদ্যালয় রয়েছে। তিনি সরকারকে স্থানীয় ভাষায় পড়াতে সুপারিশ করলেন। এই সুপারিশ একমাত্র এডামই করেছেন ভারতের শিক্ষা সমীক্ষার ইতিহাসে।

আশ্চর্যের নয় এই শিক্ষা সমীক্ষা কোন সমাজতাত্ত্বিকের চোখে পড়ে নি - আলালদের কথা ছেড়েই দিচ্ছি।

আজ শুধু কিছু সংখ্যা তত্ত্ব - এডাম তাঁর তৃতীয় খণ্ডে আলোচনা করেছেন - তাঁর কিছু চুম্বক -

বর্ধমান
কতগুলি বিদ্যালয়
বাংলা ৬৩৯টি, ১৯০টি সংস্কৃত, ৯৩টি পার্সি, ৩টি ফর্মাল আরবি, লার্নেড আর্বি ৮টি, ইংরেজি ৩, মেয়েদের ৪, শিশুদের ১। মোট ৯৩১টি।
শিক্ষকদের জাতি
কায়স্থ ৩৬৯, ব্রাহ্মণ ১০৭, সদগোপ ৫০, আগুরি ৩০, বৈষ্ণব ১৩, তেলি ১০, ভট্ট ৯, গন্ধবণিক ৬, কৈবর্ত ৫, চণ্ডাল ৪, কুমার ৩, নাপিত ৩, সুবর্ণবণিক ২, গোয়ালা ২, বাগদি ২, নাগা ১, তাঁতি ১, দৈবজ্ঞ ১, বৈদ্য ১, যুগি ১, বারাই ১, কামার ১, মারায়া ১, ধোবা ১, রাজপুত ১, কালু ১, শুঁড়ি ১
শিক্ষকেরা গড়ে ৩টাকা ৪পয়সা ৯ পাই পাচ্ছেন মাসে।
ছাত্রদের জাত তালিকা
ব্রাহ্মণ ৩৪২৯, কায়স্থ ১৮৪৬, সদগোপ ১২৫৪, আগুরি ৭৮৭, গন্ধবণিক ৬০৬, তেলি ৩৭১, গোয়ালা ৩১১, ময়রা ২৮১, কামার ২৬২, সুবর্ণবণিক ২৬১, তাঁতি ২৪৯, তামলি ২৪২, কৈবর্ত ২২৩, কলু ২০৭, তিলি ২০০, নাপিত ১৯২, বৈষ্ণব ১৮৯, শুঁড়ি ১৮৮, ক্ষত্রিয় ১৬১, বাগদি ১৩৮, যুগি ১৩১, বৈদ্য ১২৫, সুতার ১০৮, কুমার ৯৫, স্বর্ণকার ৮১, ডোম ৬১, চণ্ডাল ৬১, ছত্রি ৩৫, কাংস্যবণিক ৩৪, দৈবজ্ঞ ৩৩, বারাই ৩২, জালিয়া ২৮, স্বরণবণিক ২৭, মালি ২৬, ধোবা ২৪, রাজপুত ২১, বাইতি ১৬, মুচি ১৬, ভট্ট ১১, হাড়ি ১১, অগ্রদানি ৮, কুর্মি ৮, তিয়র ৪, কুঁয়ার ৩, লাহারি ৩, গারার ২, কাহার ২, মাল ২, কাণ্ডা ১, মাটিয়া ১, পাশি ১।
১৩টি মিশনারি বিদ্যালয় ৬১৬টি দেশিয় বিদ্যালয়
কালু ৩৩ ১৭৪
শুঁড়ি ২০ ১৬৮
বাগদি ২১ ১১৭
ডোম ৩ ৫৮
চণ্ডাল ১ ৬০
জেলিয়া -- ২৮
ধোবা ৫ ১৯
মুচি -- ১৬
হাড়ি -- ১১
তিওড় ২ ২
লাহারি -- ৩
গারার -- ২
কুলহার -- ২
মাল -- ২
মাটিয়া -- ১
পাসি ১ --

দক্ষিণ বিহার
হিন্দি ২৩৬, সংস্কৃত ১৭, পার্সি ২৭৯, আর্বি ১২, ইংরেজি ১।
শিক্ষক কায়স্থ ২৭৮, মগধা ২, গন্ধবণিক ১, তেলি ১, কইরি ১, সোনার ১।
গড় মাসিক রোজগার ১টাকা ১০ আনা।
ছাত্রদের জাতি গন্ধবণিক ৫৪০, মগধা ৪৬৮, তেলি ২৭১, ব্রাহ্মণ ২৫৬, কায়স্থ ২২০, কোইরি ২০০, রাজপুত ১৫০, কাহার ১০২, হালুয়াইকর ৬৬, শুঁড়ি ৫৬, কুর্মি ৫৫, স্বর্ণকার ৫১, মাহুরি ৪২, নাপিত ৩৯, গোয়ালা ৩৮, বারহাই ৩৫, সুবর্ণবণিক ৩১, দোসাদ ২৩, পাশি ২২, আগুরি ২১, লুনিয়ার ২১, কাংস্যবণিক ২০, ক্ষত্রিয় ১৮, কালাওয়ার ১৮, মালি ১৬, তামলি ১৬, ভট্ট ১৫, বাণাওয়ার ১৪, সন্ন্যাসী ১৪, লোহার ১৩, লাহারি ১৩, কুমার ১০, কাণ্ডু ৯, যুগি ৮, বেলদার ৮, বুন্দেলা ৪, পাটোয়ার ৪, বৈষ্ণব ২, খটকি ২, ছত্রি ১, তাঁতি ১, বারাই ১, বাইতি ১, ধোবা ১, মুশাহর ১, চুরিহারা ১, কায়ালি ১, মাহালা ১।

ত্রিহুত
হিন্দি ৮০, সংস্কৃত ৫৬, পার্সি ২৩৪, আর্বি ৪।
শিক্ষক কায়স্থ ৭৭, গন্ধবণিক ২, ব্রাহ্মণ ১
ছাত্রদের জাতি শুঁড়ি ৭২, রাজপুত ৬২, কায়স্থ ৫১, কালাল ৪০, গন্ধবণিক ৩২, তেলি ২৯, ময়রা ২৮, ব্রাহ্মণ ২৫, স্বর্ণকার ২৫, মাগধা ১৮, কাণ্ডু ১৮, আগুরি ১৭, লুনিয়ার ৯, গোয়ালা ৮, ক্ষত্রিয় ৭, মহলা ৬, কাইরি ৫, ধানুক ৫, পাশি ৫, তামলি ৪, নাপিত ৪, কামার ৪, কাঁসারি ৪, কৈবর্ত ২, ছাইপিকর ২, পরশুয়া ২, কাহার ২, লাহারি ২, ছুতার ২, খটকি ১।
শিক্ষকদের মাসিক রোজগার ১টাকা আট পয়সা সাত আনা

মুর্শিদাবাদ
৬২টা বাংলা, ৫টা হিন্দি, ২৪টা সংস্কৃত, ২৪টা পার্সি, ২টি আর্বি, ২টি ইংরেজি, ১টি মেয়েদের।
শিক্ষক
কায়স্থ ৩৯, ব্রাহ্মণ ১৪, আগুরি ৩, শুঁড়ি ৩ কৈবর্ত ৩, বৈদ্য ১, সুবর্ণবণিক ১, ক্ষেত্রিয় ১, ছেত্রী ১, সদগোপ ১, চন্ডাল ১।
একটি বাংলা বিদ্যালয়ে ১ জন মুসলমান পড়াতেন।
শিক্ষকদের গড় রোজগার ছিল ৪টাকা ১২ পয়সা ৯ পাই।
শিক্ষার্থী
ব্রাহ্মণ ১৮১, কায়স্থ ১২৯, কৈবর্ত ৯৬, সুবর্ণবণিক ৬২, গন্ধর্ববণিক ৫৯, তাঁতি ৫৬, শুঁড়ি ৩৯, তেলি ৩৬, ময়রা ২৯, ক্ষত্রিয় ২৬, কুর্মি ২৪, বৈষ্ণব ২৪, তামলি ২২, গোয়ালা ১৯, মালা ১৯, নাপিত ১৫, বৈদ্য ১৪, ছুতোর ১৩, ওসয়াল ১২, স্বর্ণকার ১১, যুগি ১০, ছত্রি ৯, কামার ৯, কুমোর ৮, রাজপুত ৭, কংস্যবণিক ৭, তিলি ৬, আগুরি ৫, লুনিয়ার ৫, হালুইকর ৪, বারাই ৪, মালি ৪, দৈবজ্ঞ ৪, চণ্ডাল ৪, গৌরবণিক ৩, কাণ্ডু ৩, কালোয়ার ৩, কয়ালি ৩, সদগোপ ২, কাহার ২, জালিয়া ২, লাহারি ২, বাগদি ২, বৈশ্য ১, কালু ১, পাশি ১, গারেই ১, ধোবা ১, কাইরি ১, মুচি ১।

বীরভূম
৪০৭টি বাংলা, ৫টি হিন্দি, ৫৬টি সংস্কৃত, ৭১টি পার্সি, ২টি আরবি, ২টি ইংরেজি এবং ১টি মেয়েদের বিদ্যালয় ছিল।
গুরুদের জাতি
কায়স্থ ২৫৬, ব্রাহ্মণ ৮৬, সদগোপ ১২, বৈষ্ণব ৮, গন্ধবণিক ৫, সুবর্ণবণিক ৫, ভট্ট ৪, কৈবর্ত ৪, ময়্রা ৪, গোয়ালা ৩, বৈদ্য ২, আগুরি ২, যুগি ২, তাঁতি ২, কালু ২, শুঁড়ি ২, স্বর্ণকার ১, রাজপুত ১, নাপিত ১, বারাই ১, ছাত্রি ১, ধোবা ১, মালা ১, চণ্ডাল ১।
ছাত্রদের জাতি ব্রাহ্মণ ১৮৫৩, গোয়ালা ৫৬০, গন্ধবণিক ৫২৯, কায়স্থ ৪৮৭, সদগোপ ২৯০, কালু ২৫৮, ময়রা ২৪৮, তাঁতি ১৯৬, সুবর্ণবণিক ১৮৪, শুঁড়ি ১৬৪, বৈষ্ণব ১৬১, তামলি ১৭, কামার ১০৯, কৈবর্ত ৮৯, নাপিত ৭৯, বৈদ্য ৭১, রাজপুত ৬৮, বারাই ৬২, স্বর্ণকার ৫৩, ক্ষত্রিয় ৫২, ছুটার ৫০, কুমার ৪৩, তেলি ৩৮, তিলি ৩৫, আগুরি ২৮, ধোবা ২৮, ছত্রি ২৪, পুঁড়া ২৩, ডোম ২৩, দৈবজ্ঞ ১৭, কেওট ১৫, বাগদি ১৪, বাইতি ১৩, হাড়ি ১৩, মাল ১২, বৈশ্য ১১, স্বর্ণবণিক ৯, কাংস্যবণিক ৯, ভট্ট ৯, যুগি ৯, নেট ৮, সারাক ৭, কুর্মি ৭, লাহারি ৫, মালি ৪, বাহিলা ৪, মুচি ৩, ভূমিয়া ২, ঢাঁক ২, কোর্ণা ২, গাঁরার ২, মাটিয়া ২, অগ্রদাণি ১, সন্যাসী ১, হালুওয়াইকর ১, বাউরি ১, দুলিয়া ১, জেলিয়া ১, ব্যাধ ১, চণ্ডাল।
শিক্ষকেরা মোটামুটি ৩টাকা ৩পয়সা ৬ আনা মাইনে পেতেন।

জেলা মোট শিক্ষক কায়স্থ অন্য
মুর্শিদাবাদ ৬৭ ৩৯ ২৮
বীরভূম ৪১২ ২৫৬ ১৫৬
বর্ধমান ৬৩৯ ৩৬৯ ২৭০
দক্ষিণ বিহার ২৮৫ ২৭৮ ৭
ত্রিহুত ৮০ ৭৭ ৩
মাসিক রোজগার
মুর্শিদাবাদ ৪-১২-৯
বীরভূম ৩-৩-৯
বর্ধমান ৩-৪-৩
দক্ষিণ বিহার ২-০-১০
ত্রিহুত ১-৮-৭
কত বিদ্যালয় কি ধরণের হিসেব রাখার শিক্ষা দিত
জেলা ব্যবসায়িক হিসেব কৃষি হিসেব দুটো
মুর্শিদাবাদ ৭ ১৪ ৪৬
বীরভূম ৩৬ ৪৭ ৩২৮
বর্ধমান ২ ৫ ৬০৯
দক্ষিণ বিহার ৩৬ ২০ ২২৯
ত্রিহুত ৪ ৮ ৬৮

কত বিদ্যালয়ে লিখে পড়ার চল ছিল আর ছিল না
ছিল ছিল না
মুর্শিদাবাদ ৩৯ ২৮
বীরভূম ১৩ ৩৯৮
বর্ধমান ৪২৬ ১৯০
দক্ষিণ বিহার ২ ২৮৩
ত্রিহুত ১১ ৬৯

No comments: