ব্রিটিশ আমলে অমুসলমান(আপনারা যাদের হিন্দু বলেন) মাঝারি আমলা পদগুলো অলঙ্কৃত করে ডেপুটি পর্যন্ত হত। বঙ্গভঙ্গের আগের কয়েক দশক ছাড়া কোন বাঙ্গালি মন্ত্রী হতে পারেন নি। এছাড়া পলাশীর পর বাংলা লুঠ হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের নামে জমি দখল হয়েছে, বাংলার জ্ঞান সম্পদ চুরি হয়েছে, বাংলার প্রযুক্তি ধ্বংস হয়েছে, কাঁচামাল লুঠ হয়েছে, ব্যবসা দখল হয়েছে, সাম্রাজ্য সৃষ্ট মন্বন্তরে কোটি কোটি বাঙ্গালি নিহত হয়েছে, অপরিমিত অর্থ লন্ডনে কয়েকশ জাহাজে চালান গিয়েছে।
মুঘল, নবাবি আমলে তারা সেনাপতি, মন্ত্রী পর্যন্ত হয়েছে(আকবরের প্রধান সেনাপতি, অর্থমন্ত্রী বা বাংলায় গোস্বামী ভায়েদের কথা মনে করুণ)। সে সময়ে কিছুটা শোষণ হয়েছে, কিন্তু ব্রিটিশ আমলের মত পাইকারি সম্পদ লুঠ হয় নি। মুঘল ও নবাবী আমলে বাংলা প্রায় বিশ্ব এবং এশিয়ার ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছিল। এই ব্যবসার জোরে ভদ্র-মধ্যবিত্তেরা চাকরি করেছেন নানান সওদাগরি দপ্তরে দরবারে। তাদেরও রমরমা হয়েছে।
অথচ নবজাগরণের প্রখ্যাত অগ্রদূতেদের অধিকাংশ মুঘল, নবাবী আমল-বিদ্বেষী।
কেন কেউ উত্তর দিতে পারেন?
No comments:
Post a Comment