Thursday, July 18, 2013

dhaka bhromon1; ঢাকা আমার ঢাকা১!!!

হরিদাসপুর সীমান্ত পেরিয়ে কিচ্ছুক্ষন খুব বিরক্তিকর দুই সীমান্তের কাজ শেষ করে সোহাগের বিশ্রাম কক্ষে অপেক্ষা করে বাসে চড়েছি। ছবির বাড়ীটির নিচের তোলাতে সোহাগের কাউন্টার। 

দাঁড়িয়ে রয়েছি একটি চেকপোস্টে। তল্লাসি হচ্ছে। আরেকটি বিরক্তিকর সময় খাগি তল্লাসি -যে কোনও পারের জন্যই। প্রথম বাংলাদেশের রাস্তা দেখা। ছবি তুল্লাম। দূরের ট্রাকটা খড় নামাচ্ছে। 


যশোর। বাসে আমড়া শসা বিক্রি করতে উঠেছিল। এসি বাসের অভিজাত যাত্রীদের ধমকে নেমে যেতে বাধ্য হল। এখন আমরা যশোর ছাড়িয়ে চলছি।

রাস্তায় ছাত্র দলের বাইক বাহিনী।

ঐ ব্যাপার

মাগুরায় প্রবেশ। তার প্রমান। বালিগঞ্জের থেকেও বড্ড বেশি ততসম শব্দের ব্যবহার। 

গড়াই নদীর কর আদায়ের গুমটি

বাংলাদেশে ঢুকে প্রথম বাসের পেছনে রাজসাহী-বরিশাল লেখা দেখলাম

No comments: