এই ছবিগুলোর অধিকাংশই কলম্বিয়া ডট এডুর সাইট থেকে পাওয়া। এই সৌজন্য স্বীকার করে সবার জন্য এই ছবিগুলো এই প্রথমবার লোকফোকে তুলে দেওয়া গেল। এইগুলো কলকাতার বিভিন্ন সময়ে, বিশেষ করে ১৯০০ সালের আগে তোলা। এই ছবিগুলো থেকে কলকাতা শহরের বিকাশের একটা ধারণা পাওয়া যেতে পারে। যারা এখনকার কলকাতার সঙ্গে পরিচিত আবার কয়েক দশক আগের কলকাতার সঙ্গে পরিচিত, যাদের ছোটবেলা কেটেছে ৫এর দশকেরও আগে, তাঁরা নিশ্চয়ই এই ছবিগুলোর সঙ্গে নিজের ছোটবেলার অভিজ্ঞতা কিছুটা হাল্কা হলেও মেলাতে পারবেন। হয়ত। যদিও লোকফোকএর কাজের মাত্র কয়েক অংশ কলকাতার সঙ্গে জুড়ে রয়েছে এবং কলকাতার উচ্ছেদমন্ডিত বিকাশকে সে কোনোভাবেই সমর্থন করেনা, তবুও কি ভাবে গ্রাম বাংলার সম্পদ আহরণ করে তার বিকাশ ঘটেছে সেটি বোঝার জন্য এই ছবিগুলো দেখা ও বোঝা দরকার।
গ্রাম শোষণ করে শহর গড়ে ওঠে। এবং সহরিকরন এবং শিল্পায়ন এই দুটি শব্দ পরস্পরের হাত ধরাধরি করে চলে দেশের অযুত সম্পদ আহরণ করে কয়েকজনের কুক্ষিগত করানোর চেষ্টা করে। গ্রামীণ ভারত আজও সেই প্রচেষ্টায় আড় হয়ে রয়েছে। সেই দখলদারি পশ্চিমী দর্শনের বিরুদ্ধে আমরা, আমাদের কাজ আজও সরব।
এইটুকুই আমাদের কথা।
No comments:
Post a Comment