Thursday, July 18, 2013

dhaka bhromon3; ঢাকা আমার ঢাকা৩

তখন চারিদিকে রঙের ছড়াছড়ি। পেন্টার ওসমানের তুলির রঙে বিকেলের পদ্মার রং মিশে গিয়েছে। আমার ক্যামেরা শুধু ভরসা। সারি দিয়ে দাঁড়িয়ে রঙের ছটায় ঘেরা সব পণ্যবাহীরা। হাত নিসপিস কিন্তু পায়ে শিকলি। যাবার উপায় নেই। ছবি তুলতে না তুলতেই চারদিকে নানান ধরণের আওয়াজ। সর্পিল গতিতে ঘাটের দিকে লাইন এগোচ্ছে। বাসের চালক বলল আজ আমাদের ভাগ্য ভাল মাত্র কয়েক মিনিটে ছেড়েদিল। আমিও ক্যামেরা গুটিয়ে গাসে উঠি।



রাস্তায় তখন সুন্দরীদের ভিড়
আগলে দাঁড়িয়ে তার সারথি

ওঃ হো!



দুনিয়াদারি

ডাল বরাবর


ঘাটের পথে


রঙের ছটায় পদ্মা তখন চোখ ঝলসে দিচ্ছে

চাপে উঠছি

চাপে উঠেছি।

No comments: