আমরা দেখার চেষ্টা করব মুঘল আমলে প্রথমে মুর্শিদকুলি পরে
সুজাউদ্দিনের হাতে, ১৭২৮ সনে, বাঙলা সুবার যে রাজস্ব ব্যবস্থা পলাশির চক্রান্তরের
পূর্ব মুহূর্ত পর্যন্ত গড়ে উঠেছিল, তার একটা জমাখরচের হিসাব. খালিসায় ১৫টি বড়
জমিদারি ১০টি ছোট জমিদারি তালুকের মোট ২৫টি খালিসার ইহতমাম আর ১৩টি আলাদা জায়গির
নিয়ে সমগ্র খালিসার, ১২৫৬টি পরগণা এবং ৪০৪টি পরগণা, ৩৮ (২৫ আর ১৩)টি খাতের
জায়গিরের জমা তুমরি তেশকিশ তালিকার সাহায্যে বর্ণনা করা হল-
বাঙলার বড় ১৫টি জমিদারির, খালসার বিবরণ
জমিদারি, খালসা পরগণার সংখ্যা জমা
বর্ধমান ৫৭ ২০,৪৭,৫০৬
রাজসাহী ১৩৯ ১৬,৯৬,০৮৭
দিনাজপুর ৮৯ ৪,৬২,৯৬৪
নদিয়া ৭৩ ৫,৯৪,৮৪৬
বীরভূম ২২ ৩,৬৬,৫০৯
কলকাতা ২৭ ২,২২,৯৫৮
বিষ্ণুপুর পরগণা
বিহীন ১,২৯,৮০৩
ইউসুফপুর(যশোর) ২৩ ১,৮৭,৭৫৪
পুটিয়া(লস্করপুর) ১৫ ১,২৫,৫১৬
রোকুনাপুর ৬২ ২,৪২,৯৪৮
মামুদশাহী(নলডাঙা) ২৯ ১,১০,৬৩৩
ফতেসিং(মুর্শিদাবাদের নিচে) ১১ ১,৮৬,৪২১
ইদেরাকপুর(দিনাজপুরের কাছে) ৬০ ৮১,৯৭৫
ত্রিপুরা ৪ ৪৭,৯৯৩
পঁচেট ২ ১৮,২০৩
অপেক্ষাকৃত ছোট জমিদারি
জালালপুর(ঢাকা) ১৫৫ ৮,৯৯,৭৯০
সেরপুর
ধরমপুর(পূর্ণিয়া) ১৩ ৯৮,৬৬৪
সেখেরকুন্ডি(রংপুর) ২৪৪ ২,৩৯,১২৩
কাঁকজোল(রাজমহল) ১০ ৭৪,৩১৭
তমলুক(হিজলি) ১৬ ১,৮৫,৭৬৫
শ্রীহট্ট ৩৬ ৭০,০১৬
ইসলামাবাদ(চট্টগ্রাম) -- --
বালেশ্বর বন্দর ২৮ ১,২৯,৪৫০
সায়রাত্ মহল(মুর্শিদাবাদ
আর হুগলির শুল্ক) ৩ ৯,১৩,৬৪৭
মাঝকুড়ি
জমিদারি ১৩৬ ৭,৮৫,২০১
এছাড়াও ছিল অনেকগুলি জাগির জমিদারি ছিল, জমিদার প্রদত্ত
খাজনা সরাসরি খালসায় না গিয়ে জায়গীরদারের কোষে যেত। এ অর্থ হল, জায়গীরভোগী মনসবদররা এবং তাঁদের সেনা অথবা নৌবহর, রাজকোষ থেকে
বেতন না নিয়ে নির্দিষ্ট ভূস্বামীর কাছথেকে আদায় করতেন।
সরকার
আলি(সুবাদরের জাগির) ৬০ ১০,৭০,৪৬৫
বন্দেওয়ালা
বর্গা(দেওয়ানের জাগির) ২০ ১,৪৬,২৫০
আমিরুলউমরা(মুঘল
সেনাপতির জাগির) ১৮ ১,৪৬,২৫০
ফৌজদারান(ফৌজদারদের
জাগির) ৭৫ ৪,৯২,৮০০
মনসবদারান(মনসবদারদের
জাগির) ২০ ১,১০,৮৫২
জমিদারান
(ত্রিপুরা, সুচোয়া-মেঘনার পূর্ব দিক,
সুসঙ,
তেলিয়াগাড়ি জমিদারদের সীমান্ত রক্ষার ব্যয়)
মদদিমাশ(মাদ্রাসা
আর মৌলভীদের জন্য) ৭ ২৫,৬৬৫
শালিয়াদারান(শ্রীহট্ট) ৯ ঐ
ইনাম আলতামঘা ১ ২,১২৭
রুজিয়ানদারান(মোল্লাকে
দেওয়া লস্করপুরের তালুক) ৩৩৭
আমনে
নওয়ারা(নৌবহরের জাগির) ৫৫ ৭,৭৮,৯৫৪
আমলে অসম(পূর্ব
সীমান্তের ব্যয়) ১৩ ১,৩৫,০৬০
খেদা
আদিল(শ্রীহট্ট ত্রিপুরার হাতে ধরার ব্যয়) ৪০,১০১
এই
সমস্ত জমা খরচের যোগফল দেখা যাক
খালসা পরগণা জমা
১৫টি বড়
জমিদারি ইহতমাম ৬১৫ ৬৫,২২,১১১
৯টি বিভিন্ন
জমিদারির ইহতমাম ৫০৫ ২৬,১০,৭৭২
২১ মাঝকুড়ি
তালুক আর জমিদারী ১৩৬ ১৭,৮৫,২০১
মোট ১২৫৬ ১০৯,১৮,০৮৪
জায়গির পরগণা জমা
নাজিম, দেওয়ান,
ফৌজদারান ২১২ ২১,৪৯,২৪২
নাওয়ারা,
সীমান্ত সওয়ার আর রণহস্তি ১৯২ ১১,৭৮,২৩৫
মোট ৪০৪ ৩৩,২৭,৪৭৭
সুজাউদ্দিনের
আমলে মোট খালসা জায়গির ১৬৬০ ১,৪২,৪৫,৫১৬
১৭২৮, ১৭২২এর
পুরা জমার জন্য এর সঙ্গে
যোগ করতে হবে ৪২,৬২৫
মুর্শিদকুলির জমা কামিল তুমারি, ১৭২২ ১৬৬০ ১,৪২,৮৮,১৮৬
No comments:
Post a Comment