অনুবাদ যদুনাথ সরকার
(প্রথম ছবি নিকোলাস ডি লারমসিনের আঁকা আওরঙ্গজেবের সিংহাসনে আরোহন আর দ্বিতীয় ছবিটি সাফাভি রাজত্বের বিরুদ্ধে কান্দাহার আত্মসমর্পন)
(প্রথম ছবি নিকোলাস ডি লারমসিনের আঁকা আওরঙ্গজেবের সিংহাসনে আরোহন আর দ্বিতীয় ছবিটি সাফাভি রাজত্বের বিরুদ্ধে কান্দাহার আত্মসমর্পন)
তৈমুরদের কব্জা থেকে বলখ এবং বাদাখশন উদ্ধার করতে আওরঙ্গজেবকে মধ্য এশিয়ায় পাঠান শাহজাহান। ৭ এপ্রিল ১৬৪৭ সালে কাবুল ছেড়ে তিনি ২৫ মে বলখ পৌঁছন এবং মধ্য এশিয়ার অপ্রতিহত যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেন।
এই যুদ্ধের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যার মাধ্যমে আওরঙ্গজেবের নাম সমগ্র ইসলাম বিশ্বে ছড়িয়ে প’ড়ে তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। বুখারা সুলতান আবদুল আজিজ খানের নেতৃত্বে মধ্য এশিয়ার বিশ্বজয়ী আদিবাসী ঘোড়সওয়ার বাহিনীর বিরুদ্ধে মুঘল বাহিনী যখন রক্ষক্ষয়ী লড়াইতে রত, এক সন্ধ্যায় সন্ধ্যের প্রার্থনা জহরের(zuhar) সময় ক্রমশ আসছে দেখে আওরঙ্গজেব বাহিনীর সেনানায়কদের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিজের সৈন্যের সামনে থাকা অবস্থায় ঘোড়া থেকে নেমে প'ড়ে, উল্টোদিকে সশস্ত্র সেনাবাহিনীকে দাঁড় করিয়ে রেখে ঠাণ্ডা মাথায় প্রথা মেনে নামাজ আদায় করেন। এই দেখে আবদুল আজিজ চিতকার করে বলে ওঠেন টু ফাইট উইথ সাচ আ ম্যান ইজ টু কোর্ট ওয়ান’স ওন রুইন এবং যুদ্ধ থামিয়ে দেন।
No comments:
Post a Comment