ভাষার উপনিবেশের রাজনীতি কি আমাদের রাজনীতি?
সম্প্রতি 'একটি জীবন' য়ুটিউবে দেওয়া নিয়ে বন্ধুরা উদ্বেল। শেয়ারে শেয়ারে শেয়ারাক্কার।
আমাদের ফরিয়াদ সিনেমা তৈরির ভালমন্দ নিয়ে নয়, বলা দরকার হরিচরণবাবুর কাজ নিয়ে, তাঁর কাজকে পথভাঙ্গা হিসেবে চিহ্নিত করার চেষ্টাগুলোকে প্রশ্ন করার।
বিদ্যাসাগর মশাইয়ের যবনী মিশেল বাদের, সংস্কৃত বাংলার জননী তত্ত্বের সার্থক পথ অনুসরণ করে বিশিষ্ট এই শান্তিনিকেতনি জানিয়েছেন বাংলার ৭০% শব্দ সংস্কৃত উদ্ভব।
এটা আদতে ভাষার ঔপনিবেশিক রাজনীতি। বাংলার কলকাত্তিয়া শিল্প সাহিত্যের বাহনই প্রমিত বাংলার রাজনীতি।
মনে রাখা দরকার প্রমিত বাংলা আদতে প্রমিত হিন্দির গলাগলি বন্ধু। উভয়ের বাবা ফোর্ট উইলয়াম কলেজের সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সামরিক গবেষণাগার।
আমাদের ফরিয়াদ সিনেমা তৈরির ভালমন্দ নিয়ে নয়, বলা দরকার হরিচরণবাবুর কাজ নিয়ে, তাঁর কাজকে পথভাঙ্গা হিসেবে চিহ্নিত করার চেষ্টাগুলোকে প্রশ্ন করার।
বিদ্যাসাগর মশাইয়ের যবনী মিশেল বাদের, সংস্কৃত বাংলার জননী তত্ত্বের সার্থক পথ অনুসরণ করে বিশিষ্ট এই শান্তিনিকেতনি জানিয়েছেন বাংলার ৭০% শব্দ সংস্কৃত উদ্ভব।
এটা আদতে ভাষার ঔপনিবেশিক রাজনীতি। বাংলার কলকাত্তিয়া শিল্প সাহিত্যের বাহনই প্রমিত বাংলার রাজনীতি।
মনে রাখা দরকার প্রমিত বাংলা আদতে প্রমিত হিন্দির গলাগলি বন্ধু। উভয়ের বাবা ফোর্ট উইলয়াম কলেজের সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সামরিক গবেষণাগার।
প্রমিত বাংলা নিয়ে আমাদের পথ আমরা খোলসা করে দিয়েছি।
এই প্রমিততার পথের রাজনীতি আমাদের রাজনীতি কি না ভাবতে হবে।
No comments:
Post a Comment