Wednesday, March 7, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৯ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

উনবিংশ শতকে ব্রিটেন যত শিল্প আর বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, সেই আবিষ্কারের এই পর্যায়ে গিয়ে, সে এই পর্যায়ে পৌঁছনোর বিস্তৃত ধাপগুলি অন্যে যাতে কেউ জানতে না পারে তার জন্যে সে সেই নথিকরণগুলি ধ্বংস করে ফেলেছে। পূর্ব দেশগুলির সেই বৈজ্ঞানিক আবিষ্কারের নানান পূর্ব উদাহরণ অস্বীকার বা খাটো করার চেষ্টা করে গিয়েছে। আজ দেখেশুনে মনে হয় পশ্চিমি বিজ্ঞান আর ঔপনিবেশিক প্রযুক্তির যেন পূর্ব ইতিহাস নেই, সে যেন এক একক এবং স্বয়ম্ভু।
ব্রিটেন ১৭২১এর ভেরিওলেশন শুরু হওয়ার পর থেকে ১৮৪০এর সেটি নিষদ্ধ করা পর্যন্ত ব্রিটেন দীর্ঘ সময় পার করেছে। ১৮৩০ সাল নানান কেন্দ্রাভিমুখী কারণের জন্যে গুরুত্বপূর্ণ। লুঠেরা শিল্প বিপ্লব এবং বড় পুঁজির আধুনিক বিজ্ঞান তাকে বিশ্বের বহুদেশকে উপনিবেশ বানাবার হাতিয়ার একই সঙ্গে পুরনো বিশ্বকে জয় করার(নতুন বিশ্ব হলে তো সেটুকুরও প্রয়োজন হত না) তাত্ত্বিক অজুহাতও তুলে দিয়েছিল। ১৭৫৭র পরে তারা আস্তে আস্তে পুরনো মুঘল সাম্রাজ্যের প্রশাসনকে বুঝতে চেয়েছে, কিছুটা আত্মীকরণ করতে চেয়েছে, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে নতুন পরিবর্তন আনতে চেয়েছে। এই পর্যায়টি হঠতই শেষ হয়ে যায় ১৮৩৫ সালে পার্সিকে সরিয়ে দিয়ে ইংরেজি ভাষা সরকারি ভাষ গ্রহনের মাধ্যমে।
১৮৩৭ সালে বেঙ্গল ক্যাভালরি অফিসার ক্যাপ্টেন জেমস ম্যাকেঞ্জিকে ভারত-ইংলন্ডের মধ্যে মিশর আর আরবের মধ্যে দিয়ে স্থায়ীভাবে বাষ্পপোত চালাবার সমীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়। ম্যাকেঞ্জি উত্তরে লেখেন, It seems to be a law of nature that the civilized nations should conquer and possess the countries in a state of barbarianism and by such means, however unjustifiable it may appear at first, extend the blessings of knowledge, industry and commerce among people hitherto sunk in the most gloomy depths of superstitious ignorance। এটা ভাবা দরকার কিভাবে বাষ্পপোত চালাবার প্রাযুক্তিক আর অর্থনৈতিক বাধ্যবাধকতায় সভ্যতার দায়ভারের মত সাম্রাজ্যবাদী শব্দগুলো ব্যবহার করতে হল। আর এখানে law of nature প্রাকৃতিক আইনের দোহাই দিয়ে উপনিবেশ তৈরির ন্যায্যতা প্রতিপাদন করতে হয় প্রতি পদে।
রাজেশ কোছার বলছেন It is as if the authorship of the powerful knowledge system of modern science bestowed such cultural and racial superiority on the Europeans as to give them a divine right to rule over others।

RAJESH KOCHHAR একটি পুস্তক তালিকা করে দিচ্ছেন, সেটি আপনাদের জন্যে তুলে দিলাম।
Baker G 1766 An inquiry into the merits of inoculating the small-pox
(London: J Dodsley)
Bancroft EN 1811 An essay on the disease called yellow fever
(London: T Cadell and W Davies).
Bhattacharya S, Harrison M and Worboys M 2006 Fractured
states: Smallpox, public health and vaccination policy in British
India (Hyderabad: Orient Longman)
Behbehani AM 1983 The smallpox story: life and death of an old
disease. Microbiol. Rev. 47 455–509
Brimnes N 2004 Variolation, vaccination and popular resistance in
early colonial South India. Med. History 48 199–228
Dharampal (editor) 1971 Indian science and technology in the
eighteenth century: some contemporary accounts (Hyderabad:
Academy of Gandhian Studies)
Fenn EA 2001 Pox Americana: the great smallpox epidemic of
1775–82 (New York: Hill and Wang)
Flower DR 2008 Bioinformatics for vaccinology (Chichester:
John Wiley)
Holwell JZ 1767 An Account of the manner of inoculating for the
small pox in the East Indies ( London: T Becket and PA de Hondt)
James C 1810 Vaccination; in A new and enlarged military
dictionary Vol. 2 (London: T Eggerton)
Kirkpatrick J 1761 The analysis of inoculation 2nd edition
(London: J Buckland)
Mackenzie J 1837 Egypt and Arabia, The Literary Gazette and
Journal of Belle Lettre, Arts, Sciences & Co No. 1072 5 Aug
489–492
Macmichael W 1828 The gold-headed cane 2nd edition (London:
John Murray)
Maitland C 1722 Account of inoculating the small pox (London:
J Downing)
Mather C 1721 Some account of what is said of inoculating of the
small pox (Boston: Zabdiel Boylston)
Mather C 1722 An account of the method and success of
inoculating the small-pox in Boston in New England (London:
J Peels)
Maty M 1768 A short account of the manner of inoculating the
small pox, on the coast of Barbary, and at Bengal, in the East
India, extracted from a Memoir written in Dutch, by the
Reverend Mr. Chais, at the Hague. Philosoph. Transac. 58
128–131
Miller G 1956 Smallpox inoculation in England and America: A
reappraisal. The William and Mary Quarterly 13 476–492
Moore J 1815 The history of small pox (London: Longman et al.)
Schulz D 1767 An account of inoculation for the small-pox
(London: J Payne)
Shoolbred J 1805 Report on the progress of vaccine inoculation in
Bengal (London: Blacks and Perry)
Singer C 1953 Review of ‘Jacob de Castro Sarmento’, written by
Augusto d’Essguy (Lisbon: Edicoes Atica)
Tucker JB 2002 Scourge:The once and future threat of smallpox
(New York: Grove Press)
Van Helden A 1977 The invention of the telescope (Philadelphia:
American Philosophical Society).
Wagstaffe W 1722 A letter to Dr Freind, showing the danger and
uncertainty of inoculating the small pox (London: Samuel
Butler)
Woodville W 1796 The history of inoculation of the small-pox, in
Great Britain Vol. 1 (London: James Philips)
Wujastyk D 2001 A pious fraud; in Studies on Indian medical
history (eds) G Jan Meulenbeld and D Wujastyk (Delhi: Motilal
Banarasidass)

No comments: