গ্রামীন মহিলাদের কোন টাকাই ছাড়তে রাজি না। মেয়েদের আঁচলে বাঁধা আর একটাকাও কর্পোরেট নিল বন্ধন আর উজ্জীবন ব্যাঙ্ক তৈরি করে।
করপোরেটরা গ্রামীন আর ছোট শহরের মেয়েদের মাসিকের দিনগুলির অবস্থাকে ব্ল্যাকমেল করে মাসিক বিধিতেও লাভের হাত ঢুকিয়ে দিল। যে ছোট বাজারটা সীমিত ছিল শহুরে মহিলাদের মধ্যে, সেটা বাড়াবার জন্যে উদ্দেশ্যপূর্ণভাবে সমীক্ষা করে, বিপুল বিনিয়োগে সিনেমা তৈরি করে এবং সেই সমীক্ষার উদ্দেশ্যপূর্ণ তথ্য বড় বিনিয়োগের সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার দিয়ে রাষ্ট্রকে বাধ্য করল প্যাডের ব্যবসায় নামতে। এই ব্যবসায় এতদিন কর্পোরেটরা খুব একটা জমাতে পারছিল না - বিশেষ করে গ্রাম আর ছোট শহরে।
গ্রামের মেয়েরা এত দিন কর্পোরেটদের কাছে আত্মসমর্পন করে নি। যে জ্ঞান তার নিজস্ব ছিল, যে সম্পদ সে এলাকা থেকে আহরণ করে ব্যবহার করত - তাকে অস্বাস্থ্যকর, কুসংস্কার দেগে দিয়ে অন্য জ্ঞানচর্চার তৈরি পণ্য পরতে বাধ্য করল তারা।
রক্তমাখা প্যাড থেকেও তার লাভ চাই।
No comments:
Post a Comment