"চাষি ফকিরচাঁদ ডুবন্ত সূর্যের দিকে মুখ করে তিন দিনের অঙ্কুরিত ধানবীজ হাতের বিশেষ প্রক্রিয়ায় পাঁক - মাটিতে ছুঁড়ে দিচ্ছিল। সেগুলিই পরে ধানচারা হয়ে দাঁড়াবে।
বললাম - এ রকম শিখলি কোত্থেকে, ফকিরদা?
-ছোট ঠাকুদ্দার কাছ থেকে -
আমি সেই বিকেলে পরিষ্কার দেখতে পেলাম - আমাদের বীজতলার খানিক দূরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফকিরচাঁদের ছোটঠাকুদ্দা,তস্য ছোটঠাকুদ্দা, তস্য ছোটঠাকুদ্দা। এরই নাম বোধ হয় সভ্যতা। "
বললাম - এ রকম শিখলি কোত্থেকে, ফকিরদা?
-ছোট ঠাকুদ্দার কাছ থেকে -
আমি সেই বিকেলে পরিষ্কার দেখতে পেলাম - আমাদের বীজতলার খানিক দূরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফকিরচাঁদের ছোটঠাকুদ্দা,তস্য ছোটঠাকুদ্দা, তস্য ছোটঠাকুদ্দা। এরই নাম বোধ হয় সভ্যতা। "
No comments:
Post a Comment