ইন্টারনেট থেকে এই তিনটে ছবি পেলাম, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে হাতির দাঁতের কাজের কথা, এবং হাতর দাঁতের কারুকাজ উপহার দেওয়ার কথা। আজও মুর্শিদাবাদ, খাগড়ার কাঠ এবং শোলার কারিগরেরা একসময় যে হাতর দাঁতের কাজ করতেন তার প্রমান আমি অন্ততঃ পেয়েছি অরুন ভাস্করের থেকে। তিনি আমায় হাতির দাঁতের কাজ দেখিয়েছেন। আজ তিনি কাঠের কাজ করেন, তার বোন করেন শোলার কাজ। আমরা যারা বুঝি কম, তারা শোলার কাজ কিনে, হাতির দাঁতের কাজ কেনার দুধের স্বাদ ঘোলে মেটাই।
যাই হোক এই ছবিগুলোতে হাতির দাঁতের কাজ যে একসময় বাঙলায় হত তার প্রমান। এবং সেই কাজের উদাহরণএর ছবি দেওয়া হল।
প্রথম ছবিতে ভারত সফররত ব্রিটিশ সম্রাটকে হাতির দাঁতের কাজ, বোম্বাইতে উপহার দেওয়ার তোড়জোড়ের ছবি দেখানো হয়েছে।
পরের দুটো হল মুর্শিদাবাদের হাতির দাঁতের কারখানার ছবি।
শেষেরটা মুর্শিদাবাদের হাতির দাঁতের চেয়ার, কোনও একটা নিলাম কোম্পানির ওয়েবসাইট থেকে।
No comments:
Post a Comment