ইওরোপিয়রা জানত শণির পাঁচটি চাঁদের কথা
শণির সাতটি চাঁদের অস্তিত্ব জানত ভারত-আরব-পারস্য জ্ঞানচর্চা
তবু ইওরোপিয় জ্ঞানচর্চা আনার দাবিতে আলালেরা হাহাকার করে মরেছি
শণির সাতটি চাঁদের অস্তিত্ব জানত ভারত-আরব-পারস্য জ্ঞানচর্চা
তবু ইওরোপিয় জ্ঞানচর্চা আনার দাবিতে আলালেরা হাহাকার করে মরেছি
সঙ্গের ছবিটি ১৭৮৩ সালে মাদ্রাজ থেকে টমাস ডিয়ানে পার্সির রয়্যাল সোসাইটিকে পাঠানো শনির চিত্র - তাঁর হাতে নকল। সূত্র ত্রয়োদশ শতকে বাগদাদের জাকারিয়া ইবন মহম্মদ অলকাজভিনির পুঁথি।
এতে শনির সাত হাত দেখানো আছে, এক হাতে রাজমুকুট ধরা।
পার্সির বক্তব্য ছিল যে এই পুঁথি অনুযায়ী শণির ছটি চন্দ্র একটি বলয় আছে। সে আরও বলে পাঠায় যে সে যুগে নিশ্চই টেলিস্কোপ ছিল, নাহলে তারা জানল কি করে; যেখানে সে সময় ইয়োরোপীয়রা মাত্র পাঁচটা চাঁদের অস্তিত্ব অবগত।
১৭৮৯এ উইলিয়াম হার্শেল প্রতিফলিত বিপুলাকার দূরবীনের সাহায্যে ষষ্ঠ ও সপ্তম চাঁদটি আবিষ্কার করেন।
এতে শনির সাত হাত দেখানো আছে, এক হাতে রাজমুকুট ধরা।
পার্সির বক্তব্য ছিল যে এই পুঁথি অনুযায়ী শণির ছটি চন্দ্র একটি বলয় আছে। সে আরও বলে পাঠায় যে সে যুগে নিশ্চই টেলিস্কোপ ছিল, নাহলে তারা জানল কি করে; যেখানে সে সময় ইয়োরোপীয়রা মাত্র পাঁচটা চাঁদের অস্তিত্ব অবগত।
১৭৮৯এ উইলিয়াম হার্শেল প্রতিফলিত বিপুলাকার দূরবীনের সাহায্যে ষষ্ঠ ও সপ্তম চাঁদটি আবিষ্কার করেন।
Simon Schaffer, Lissa Roberts, Kapil Raj, James Delbourgo-The Brokered World থেকে
No comments:
Post a Comment