এলোমেলো করে দে মা লুটেপুটে খাই
ঔপনিবেশিক হিংসার ঢাল হিসেবে আইন তৈরির গপ্প
উপনিবেশ এই দেশে এসে আইনের প্রতিষ্ঠা করে, তার আগে অরাজক অবস্থা চলত - ব্রিটিশ আর তাদের অনুগামী প্রগতিশীলদের এই বয়ানের সম্পূর্ণ বিরোধিতা করছেন এলিজাবেথ। তিনি বলছেন উল্টোটাই ঘটল উপনিবেশ দেশে অরাজক অবস্থার সৃষ্টি করল - এটাই ঔপনিবেশিক প্রকল্প - এলোমেলো করে দে মা লুটেপুটে খাই গোছের।
লেখিকা বলছেন কোম্পানি বা ব্রিটিশ সরকারের বাইরে যে সব ইওরোপিয় এদেশে কাজ করেছে তাদের নিয়ে খুব বেশি গবেষণা হয় নি। এই উদ্যমী, বাগিচা চালানো ব্যসায়ী, ফ্রিমার্চেন্টস, ইন্টারলপার্সরা ঔপনিবেশিক আইন তৈরিতে বিপুল ভূমিকা পালন করেছে। তারা বহু সময় ঔপনিবেশিক প্রভুদেরও অগ্রাহ্য করত, হিংসাতে যদি প্রশাসন বাধা দিত।
The problem of white violence had a major impact on law, society, and state formation in early colonial India. Whereas scholarship on criminal law in colonial India has skillfully interrogated the connections between colonial crimes of culture and British efforts to control Indian society, comparatively little has been written about colonial efforts to control "white peril." The historical impact of non-officials in India - Europeans who worked neither for Company nor Crown - more generally has been both understudied and underestimated. Non-officials, private traders, and free-merchants, pejoratively referred to as "interlopers" in the eighteenth century, played an extremely important part in the history of colonial law precisely because of the legal, political, and moral challenges they posed to ' colonial authority and stability.
This chapter challenges the view that British law and order swept across and transformed a chaotic pre-colonial legal landscape by revealing the disorder and lawlessness at the very center of the colonial project itself. With the everyday acts of violence committed by a mostly forgotten cast of European characters brought to the fore, it becomes clear that physical violence did not simply play a limited and episodic role in the conquest of India. In fact, not only was physical violence a persistent and integral feature of British rule in India, law was its most reliable and consistent accomplice.
কলোনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া থেকে ২৯-৩০ পাতা।
No comments:
Post a Comment