এলিজাবেথ কোলস্কি কলনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া বইতে লিখছেন কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের সময় জুড়ে হিংস্রতাকে সংহত করার ভিত্তিতে সাম্রাজ্যের রথ অপ্রতিরোধ্য গতিতে চলেছে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস চর্চায় এই অনবরত হিংসার প্রসঙ্গ খুব বেশি আসে নি। নীলকর, গরীব ইওরোপিয়, সেনা বাহিনী থেকে নাবিক যেভাবে ভারতীয়দের ওপর হিংসার তরবারি নামিয়ে এনেছে তা অস্বাভাবিক এবং গোটা সাম্রাজ্য জুড়ে এই হিংসা মহামারীর মত ছড়িয়ে পড়ে।
Even as major episodes of violence mark our understanding of the consolidation of British power in India, everyday acts of violence remain largely absent from the historical literature. This book argues that the history of violence in British India cannot be understood by traversing from one cataclysmic event to the next, from the Battle of Plassey to the Uprising of 1857 to the Jallianwallah Bagh massacre, as the micromoments betwixt and between these macro-events are where the violence central to the workings of empire can be found. By focusing on crimes committed by a mostly forgotten cast of European characters - planters, paupers, soldiers, and seamen - this study demonstrates that violence was an endemic rather than ephemeral part of British colonial rule in India.
এলিজাবেথ কোলস্কি কলনিয়াল জাস্টিস ইন ব্রিটিশ ইন্ডিয়া ২ পাতা
No comments:
Post a Comment