এই ছবিটা আমার খুব প্রিয় লেগেছে।
সমস্যা আধুনিককালের জাতি রাষ্ট্র। সেই একমাত্র খুনি। রাখলে রাখে, মারলে মারে। সমাজকে, ব্যক্তিকে অধিকারকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে নবাবি আমলের পর থেকে।
আইনি খুনের অধিকার, ফাঁসি দিয়েই হোক, আন্দোলনে গুলি চালিয়েই হোক, বা অন্য যে কোন প্রকারেই হোক, রাষ্ট্র নিজের হাতে নিয়ে নিয়েছে গত আড়াইশ বছর। অস্ত্র রাখার একমাত্র অধিকার রাষ্ট্রের। তাকে সমাজের কাছে কোন অনুমতি নিতে হয় না।
এই জন্যে আমি রাষ্ট্র যাদের দুষ্কৃতি বলে তাদের বেবাক পছন্দ করি - বুক ফুলিয়ে তারা অস্ত্র নিয়ে ক্যাদরানি দেখায় - রাষ্ট্রের বিরুদ্ধে।
এই ব্যবসার জেরে ইংরেজদের অসদউপায়ে ধন সংগ্রহ করা মানুষের চিবি মাথায় উঠেছিল।
এই দাবি করার বুকের পাটা তো আর আজকাল দেখি না। বাংলাদেশ যুগযুগ জিও।
সমস্যা আধুনিককালের জাতি রাষ্ট্র। সেই একমাত্র খুনি। রাখলে রাখে, মারলে মারে। সমাজকে, ব্যক্তিকে অধিকারকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে নবাবি আমলের পর থেকে।
আইনি খুনের অধিকার, ফাঁসি দিয়েই হোক, আন্দোলনে গুলি চালিয়েই হোক, বা অন্য যে কোন প্রকারেই হোক, রাষ্ট্র নিজের হাতে নিয়ে নিয়েছে গত আড়াইশ বছর। অস্ত্র রাখার একমাত্র অধিকার রাষ্ট্রের। তাকে সমাজের কাছে কোন অনুমতি নিতে হয় না।
এই জন্যে আমি রাষ্ট্র যাদের দুষ্কৃতি বলে তাদের বেবাক পছন্দ করি - বুক ফুলিয়ে তারা অস্ত্র নিয়ে ক্যাদরানি দেখায় - রাষ্ট্রের বিরুদ্ধে।
এই ব্যবসার জেরে ইংরেজদের অসদউপায়ে ধন সংগ্রহ করা মানুষের চিবি মাথায় উঠেছিল।
এই দাবি করার বুকের পাটা তো আর আজকাল দেখি না। বাংলাদেশ যুগযুগ জিও।
No comments:
Post a Comment