মাণিক বাংলার সূত্রধর সমাজের নতুন প্রজন্মের অসাধারণ উদ্যমী।
সূত্রধরেরা বাংলার গজ কাঠি ছাড়া সুতো ধরে মাপ করার জ্ঞানচর্চার অন্যতম ধারক বাহক। কার্টেসিয় ভূমিতললম্বা স্কেল ধরে মাপ করার পশ্চিমি ধারার অনেক আগে তারা সূত্র ধরে তাকে যথেচ্ছ বেঁকিয়ে শুধু লম্বা টানা নয়, নানান বক্র আকৃতির মাপ করতে সিদ্ধ হস্ত ছিলেন।
মাণিকের গর্বে আমরা উদ্বেলিত। কে বলে আজ নতুন প্রজন্ম পরম্পরার উদ্যমে আসছে না?
সুতোয় মাপ নিয়ে চন্দ্রকান্ত রাজুর এই লেখাটা পড়ে নিতে পারেন" - http://ckraju.net/papers/MathEducation2RopeTrick.pdf
মাণিকের গর্বে আমরা উদ্বেলিত। কে বলে আজ নতুন প্রজন্ম পরম্পরার উদ্যমে আসছে না?
সুতোয় মাপ নিয়ে চন্দ্রকান্ত রাজুর এই লেখাটা পড়ে নিতে পারেন" - http://ckraju.net/papers/MathEducation2RopeTrick.pdf
No comments:
Post a Comment