Friday, May 25, 2018

ঠাকুরবাড়ির উত্তরাধিকারীরা দ্বারকানাথকে কেমন চোখে দেখতেন

ঠাকুরবাড়ির উত্তরাধিকারীরা দ্বারকানাথকে কেমন চোখে দেখতেন
অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবির বয়ান
বেলগাছিয়ার বাগানে হয় ছুরি কাঁটার ঝনঝনি/
খানা খাওয়ার কত মজা, আমরা তার কি জানি/
জানেন ঠাকুর কোম্পানি।
তো এই ব্যাঙ্গ ছড়াটির সঙ্গে জুড়ে দেওয়া গেল দুটি ছবি একটি ফরাসি আঁকিয়ে ব্যারন দ্য স্যুইটার এর আঁকা দ্বারকানাথের প্রতিকৃতি। অন্যটি দ্বারকানাথের উত্তরপুরুষ অবনীন্দ্রনাথ ঠাকুরের। দুটি ছবির মাথায় শাপলা পরা মানুষটার মুখাবয়বের অদ্ভুত মিল।
ছবি দুটির সূত্র http://www.bongodorshon.com। ওয়েবসাইটটি জানাচ্ছে তখন অবনীন্দ্রনাথ আঁকছেন আরব্যরজনী চিত্রমালা। সেই চিত্রে উঠে এল কার ট্যাগোর কোংএর উল্লেখ।
এই ছবিতে উল্লেখযোগ্য বিষয় হল পদ পরিবেশন একটি ভারতীয় চরিত্র। রঙ্গিন এই ছবিটির সঙ্গে মিলিয়ে দেখুন ফরাসি আঁকিয়ের আঁকা দ্বারকানাথের স্থির চিত্রের।
যেন স্বয়ং দ্বারকানাথ নিজেই খানসামা সেজে তার ভিলার মিস ইডেনের ভোজসভায় পদ পরিবেশন করছেন। এই মিলটি যদি সত্য হয় তাহলে উত্তরপুরুষকে নিয়ে এতটা কষাঘাত বোধহয় অন্য কেউ করতে পারেন নি।

No comments: