Friday, May 25, 2018

বানিয়ান আর স্যামুয়েল পেপিজ

১৬৬৬ সালে স্যামুয়েল পেপিজের ছবি। পেপিজ ছিলেন সমুদ্রে না যাওয়া ব্রিটিশ এডমিরালিটির উচ্চপদস্থ আধিকারিক।
তখন লন্ডনে বাংলার বানিয়ান নামে এই পরিধেয়টি এতই জনপ্রিয় ছিল যে এই ছবিটা আঁকানোর সময় তিনি বানিয়ানটা ধার করেন।
নেটে খুঁজলে পেপিজের কেচ্ছা ভর্তি একটা ডায়েরি পেয়ে যাবেন। রেস্টোরেশন পিরিয়ডের অর্থাৎ প্লেগ, আগুণলাগা, দ্বিতীয় ডাচ যুদ্ধের ছবি পাওয়া যায়।
সে সময়ের ইংলন্ড নিয়ে যাদের উৎসাহ তাদের জন্যে অতি উপাদেয় বই।


No comments: