M M Abdur Rahaman বলেছেন আমাদের মতের কথা-
সতীদাহ প্রথায় যে সকল নারীকে সহমরনে যেতে হয়েছে তারা সকলেই ছিলেন বামুন কায়েত বা বেনে পরিবারের। অর্থাৎ বৈদিক ধর্মের অনুসারী বহিরাগত আর্য্য কন্যাদের মরতে হত। আমার জানা মতে শূদ্র সমাজের, অন্ত্যজ সমাজের, আদিবাসী সমাজের কিম্বা মুসলমান সমাজের নারীদের কস্মিনকালেও স্বামীর চিতায় পুড়ে মরতে হয়নি। তাদের সংস্কৃতি কিম্বা আচরিত ধর্মই তাদেরকে এই জীবনহানিকর বিধান থেকে রক্ষা করেছে। তাই সতীদাহ কেবল ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য সমাজের ভেতরকার মেয়েদের সমস্যা ছিল, এর বাইরের সমাজের নয়। রাজা_রামমোহন_রায় এই উচ্চবর্ণীয় মা বোনদের জীবন-সম্মান রক্ষার্থে আন্দোলন করেছিলেন। তার এই আন্দোলন শূদ্র-অন্ত্যজ-আদিবাসী-মুসলিম নারী সমাজের ইতিবাচক বা নেতিবাচক কোন কাজেই লাগেনি।
No comments:
Post a Comment