অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত
ভারতীয় জাতীয়
কংগ্রেসের পোষাক
উনবিংশ শতশের
শেষার্ধ থেকে ভারতে সূক্ষ্ম সুতি বস্ত্রের উতপাদনের পরিমান কমতে থাকে। ঢাকার
মসলিন, দক্ষিণ ভারতের ছাপা কাপড়, পাঞ্জাব আর কাশ্মীরের পশমের শাল ক্রমশ বাজার থেকে
উঠে যেতে থাকে। সূক্ষ্ম কাপড়ের বুনন কমে যাওয়া নিন্দিত হলেও আমদানি করা সুতোয় বোনা
কমদামি মোটা কাপড বা ম্যাঞ্চেষ্টারের বোনা ধুতি আর শাড়ির চাহিদায় কিন্তু কখোনোই
মন্দাভাব দেখা যায় নি। আমদানি করা কাপড়ের ধাক্কা আঞ্চলিকভাবে তাঁতি এলাকার ওপর
আলাদা আলাদা করে অনুভূত হয়। বিশেষ করে চাহিদার পরিবর্তন ঘটায় আচার আচরণের আঙ্গিকে
আর রুচির পরিবর্তন আসায়। সে সময়ে ইওরোপিয় শিল্পকলার বিপরীতে ভারতীয় শিল্পকলা
পুনরুজ্জীবনের অন্যতম উদ্যোগী মাদ্রাজের স্কুল অব আর্টসএর এবং কলকাতার গভর্নমেন্ট
আর্ট স্কুলেরও অধীক্ষক ই বি হ্যাভেল মাদ্রাজে ভারতের পরিধেয়র জটিলতা নিয়ে বললেন,
দ্য ইওরোপিয়ান
গুডস হ্যাভ দেয়ার গ্রেট এডভান্টেজ ইন পয়েন্ট অব চিপনেস, এন্ড কনসিকুয়েন্টলি দ্য
নেটিভ ম্যানুফ্যাকচারার হু সাপ্লায়েস দ্য ওয়ান্টস অব দ্য লো কাস্টস এন্ড পুওরার
ক্লাসেস হ্যাজ সাফার্স মোর।
হোয়াইট ক্লোদস ফর
মেল উওয়ার। টু কাইন্ডস অব ক্লোদ ফর পারসোনাল উইয়ার আর প্রোডিউসড বাই দ্য নেটিভ
উইভার; ফার্স্ট আ প্লেন হোয়াইট ক্লদ উইথ আ ন্যারো বর্ডার অব কালার্ড কটন, এন্ড
সামটাইমস উইথা বর্ডার ব্যান্ড উভন এক্রস ইচ এন্ড, হুইচ দ্য বর্ডার্স আর ব্রডার
এন্ড অব সিল্ক, এন্ড জেনারেলি এম্ব্রডায়র্ড উইথ আ সিম্পল প্যাটার্ন এন্ড দ্য
ব্যান্ডস এট ইচ এন্ড আয়দার অব সিল্ক অর সিলভার লেস। দিজ ক্লদস অরিজিনালি ইন্টেনডেড
ফর ব্রাহ্মিনস অনলি, আর নাউ ইন্ডিস্ক্রিমেটলি ওর্ন বাই দ্য ওয়েলথিয়ার ক্লাস অব
এভ্রি কাস্ট। দ্য ফার্স্ট অব দিজ হ্যাজ বিন অল্মোস্ট এন্টায়ারলি সুপারসিডেড ফর
জেনারেল উইয়ার বাই ইংলিশ লং ক্লথ, হুইচ ইজ চিপার দ্যান দ্য নেটিভ ক্লথ বাই আবউট
ওয়ান হাফ। স্টিল, দ্য ম্যানুফ্যাকচার ইজ ক্যারেড অন থ্রুয়াউট দ্য ডিস্ট্রিক্টস অন
আ ভেরি স্মল স্কেল, ফর দ্য নেটিভ ক্লদ ইজ অলোয়েজ ওর্ন, বাই দোজ হু ক্যান এফোর্ড
ইট, অন অকেসনস অব সেরিমনি, এন্ড বাই সাম ইট ইজ প্রেফার্ড অন একাউন্ট অব ইটস
সুপিরিয়ার ডিউরেবিলিটি এন্ড থিকার টেক্সচার, দ্য ম্যানুফ্যাকচারার্স অব দ্য ফাইনার
ক্লদস স্টিল অকুপায়েজ আ ভেরি লার্জ পোর্সান অব দ্য উইভার্স এন্ড ইজ এক্সটেনসিভলি
ক্যারিড অন ইন এরাউন্ড এবাউট মাদুরা এন্ড সালেম। দ্য প্রসপারিটি অব দিজ
ইন্ডাস্ট্রি হ্যাজ অলসো বিন এফেক্টেড টু আ লেস এক্সটেন্ট বাই দ্য চিপনেস অব
ইওরোপিয়ান গুডস, ইন আ সিমিলার ওয়ে, দ্যাট হয়ারএজ আ ওয়েলটুডু নেটিভ উড ফরমারলি
হ্যাভ ফোর অর সিক্স কান্ট্রি ক্লদস ইন কন্সট্যান্ট উইয়ার, মেনি নাউ রিজার্ভ দ্য
মোর এক্সপেসিভ কস্টিউম ফর আ রেলিজিয়াস এন্ড ডোমেস্টিক সেরিমনিজ এট হুইচ আ হিন্দু
উড এক্সপোজ হিমসেলফ টু রিডিকিউল ইফ হি এপিয়ার্ড ইন অয়াদার দ্যান দিস ট্রাডিশনাল
ড্রেস। বাট এজ দিজ ক্লোদস আর অনলি উইদিন দ্য রিচ অব দ্য ওয়েলদিয়ার ক্লাসেস, ইট ইজ
প্রোবাবল দ্যাট দ্য স্প্রেড অব ওয়েস্টার্ন আইডিয়াজ এন্ড মোড অব ড্রেস হ্যাজ হ্যাড
মোর প্রেজুডিশাল এফেক্ট অন দ্য ইন্ডাস্ট্রি দ্যান দ্য মেরি চিপনেস অব ইওরোপিয়ান
গুডস। বোথ ইন দ্য ফাইন, বাট মোর এস্পেসালি ইন দ্য ইনফিরিয়র ক্লদস, দ্য প্রফিটস অব
দ্য উইভার সিম টু বি রিডিউসড টু আ ভেরি লো মারজিন।
ক্লদস ফর ফিমেল
উইয়ার – দ্য ম্যানুফ্যাকচারার অব ফিমেল ক্লোদস ফর ফিমেল উইয়ার ইজ ক্যারেড অন আ
ভেরি এক্সটেনসিভ স্কেল এন্ড হ্যাজ নট ডিক্লাইনড টু সাচ এন এক্সটেন্ট এজ আদার, ফর দো
ইন্ডাস্ট্রি হ্যাজ সাফার্ড কন্সিডারেবলি ইন দ্য ইনফিরিয়র কাইন্ডস বাই কম্পিটিশন অব
ইংলিশ এন্ড ফেঞ্চ চিপ প্রিন্টেড কটন গুডস;
ইওরোপিয়ান ম্যানুফ্যাকচারারস হ্যাভ নট হিদারটো প্রোডিউসড এনিথিং হুইচ ক্যান এট অল
কম্পিট উইথ দ্য ফাইনার ক্লদস অব তাঞ্জোর, কুট্টালম এন্ড কুরনাড এন্ড আদার প্লেসেস।
হোয়াইল দ্য মোর গর্জাস বিউটিজ অব দ্য টেক্সটাইল ম্যানুফ্যাকচার্স অব দ্য নর্থ, সাচ
এজ দোজ বেনারস, সুরাট এন্ড গুজরাট হ্যাভ বিন ফুল্লি রেকগনাইজড ইট ইজ আ পিটি দ্যাট
দ্য মোর সোবার, দো নান দ্য লেস রিমার্কেবল, আর্টিস্টিক কুয়ালিটিজ অব দিজ ফাইন
ক্লোদস এন্ড দেয়ার এডাপ্টেবিলিটি ইন মেনি ওয়েজ টু ডেকরেটিভ পারপাসেস হ্যাভ নট বিন
বেটার এপ্রিসিয়েটেড। আর্টিস্টিক্যালি স্পিকিং, আ ডিক্লাইন ইজ অনলি নোটিসেবল ইন দ্য
কটন ক্লথস, মোস্ট অব হুইচ হ্যাভ লস্ট দেয়ার ক্যারেক্টারিস্টিক বিউটি বাই দ্য ইউজ
অব ইওরোপিয়ান ডায়েড থ্রেড। দ্য মাদুরা ক্লোদস, হাউএভার আর এন এক্সেপশন।
No comments:
Post a Comment