এঙ্গাস ম্যাডিসনের ভারত পাক অর্থনীতি নিয়ে লেখায় পড়ছিলাম বিভিন্ন ভ্রমনকারির লেখায় পাওয়া গিয়েছে বাংলার মানুষেদের উর্ধাংগ ঢাকা থাকত না তার কারণ তাদের রোজগার ছিল না। তারা হতকুচ্ছিত গরীব ছিল। ফলে জামাকাপড় পরার পয়সা থাকত না। এইভাবে উপমহাদেশের অর্থনীতি সমাজ বিশ্লেষিত হয়েছে। এঙ্গাস ম্যাডিসন এই সব মণিমুক্তা সম তথ্য ব্যভার করেও উপমহাদেশের অর্থনীতির জিডিপি ২৫এর নিচে নামাতে পারেন নি।
এই লেখার সাথের ছবিটা খুব বেশি হলে শতখানেক আগে আঁকা পঞ্জিকার কাঠ খোদাই। বাঙালি অমুসলমান ভদ্রবিত্ত পরিবারের অন্তঃপুরের মহিলা। ব্লাউজ পরেন নি - ভাইকে ফোঁটা দিচ্ছেন। একে কে গরীব বলবেন? সংখ্যালঘু মধ্যবিত্ত সমাজের বাইরে যে সংখ্যাগরিষ্ঠ সমাজ আছে তাদের অনেকে আজও দেহের ওপরের অংশ অনেকিটা অনাবৃত রাখেন।
সমস্যা হল বাংলার ব্রিটিশপূর্ব সময়ের অবর্ণনীয় দারিদ্র অবলম্বন কয়ে যে ইওরোপমন্য বয়ান তৈরি হয়েছে তাকে খণ্ডাবে কে?
সমস্যা হল বাংলার ব্রিটিশপূর্ব সময়ের অবর্ণনীয় দারিদ্র অবলম্বন কয়ে যে ইওরোপমন্য বয়ান তৈরি হয়েছে তাকে খণ্ডাবে কে?
No comments:
Post a Comment