Wednesday, December 27, 2017

যৌনতার বঙ্গ ভাষ্য

গর্গ লিখেছে
স্রেফ অসাধারন
যৌনতার এই বঙ্গ ভাষ্য
আমরা যারা ছোটলোক, যাদের জীবনে কাম আর কামকথা গুপ্ত এবং নিষিদ্ধ নয় ধরম ধরার ছাড়ার নয় তাদের কাছে এই তাতত্বিকতা খুব জরুরি
---
বাংলা চটি ও জাতীয় ঐক্যের ভিত্তি
জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে ভাষা বনাম ধর্ম (বা ভাষা ছাড়া আর কিছু) - এই নিয়ে প্যাঁচাল-ক্যাঁচাল যারা করে, বা মনে করে জাতীয়তার আর কোনও ভিত্তি আছে, তারা কি বোঝে ভাষার মানে কি? ধরুন একজন হিন্দু ও একজন মুসলমান, তারা বাঙালী, পশ্চিমবঙ্গের। তারা মেশে। আরও মিশলে ভালো হত কিন্তু বাংলায় নেহাত কম মেশে না - আমি শহরের ঢপের মেশার কথা বাদ দিচ্ছি। তাদের মধ্যে এক স্কুলে যাওয়া আছে, বিকেলে একসাথে আড্ডা দেওয়া আছে। এক সাথে বয়ঃসন্ধিতে পা দেওয়া আছে, একরকম প্রজন্ম হিসেবে একসাথে যৌনতাকে চেনার অভিজ্ঞতা আছে। আমার মাতৃভাষা এই অতি নিবিড়, অতি প্রায়-ব্যক্তিগত কিন্তু অস্তিত্বের শর্তমূলক বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত। আমাদের কলেজ জীবনে “বাংলা চটি” বলে হোস্টেলে আদি-রসাত্মক বই ছিল, যা কিছু বাঙালী ও কিছু ক্ষেত্রে আদিবাসী ( যাদেরকে বাঙালী বুর্জোয়া শুধু ‘সাঁওতাল’ নামে চেনে, তা সে যে জাতি বা গোষ্ঠীরই হোক) ছাত্রদের মধ্যে জনপ্রিয় ছিল (এখন ইন্টারনেটের কল্যাণে আরও এবং রাষ্ট্রীয় সীমান্ত আর প্রতিবন্ধকতা নয়)। সাংস্কৃতিক ভাবে বাঙালী না থাকা বাঙালীর সন্তান উচ্চবিত্তের জন্য লেখা নয়। তাদের যৌন-কল্পনা আমাদানিকৃত ও সীমিত। কিন্তু এই লেখা বাংলায় সমাজের বিরাট একটি অংশের কথা বলত, তাদের যৌন ফ্যান্টাসির কথা বলত বাংলার সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে। সেখানে বড়লোকের বিবরণ খুব প্রকটভাবে একটি শ্রেণী-বিবরণ এবং একটি সাথে একটি স্বপ্নের বিবরণ। বাস্তবতা, কল্পনা ও যৌনতার এই সংযোগের মত এই গুরুত্বপূর্ণ মানব গঠন প্রক্রিয়ার ধারক বাংলা ভাষা। ওই আগের দুটি ছেলে, তারাও হয়তো একইসময়ে এই ধরনের বই পড়েছে। এই মুহূর্তে পড়ছে। হ্যাঁ, ওই চেতনাতেও বাংলা বেঁচে আছে। কিছুই ফেলনা নয়। এটা তো নয়ই। কারণ এই চেতনাবিশ্বে ভাবি ও বৌদি দুজনেরই উপস্থিতি। এবং না, দাঙ্গা হয়নি। বরং ধর্মান্তর না করেই ভাবিকে বৌদি ভাবা গেছে ও বৌদিকে ভাবি। পানি খসেছে না জল খসেছে, এ নিয়েও বিতর্ক হয়নি। হয়না। এতই নিভৃত সেই বিশ্ব। এবং এটা দুই বাংলার অনেক বাঙালী ছেলে, হিন্দু ও মুসলমান, উভয়েই জানে। এটা আজকের ২০১৭র সত্য। এই বিশ্বের কোন “রাজনৈতিক” নাম নেই। কিন্তু এরা আছে - কোটীতে। এদের এই যে মৌলিক চাহিদার কল্পনা ও প্রকাশ বিশ্বের ঐক্য, এর থেকে কাছাকাছি আর কে হতে পারে? এইখানেই ভাষা অনন্য। কিন্তু এই ঐক্যের কোন গুরুত্ব নেই। কারণ আমরা মানবতা ভুলে গেছি। আমরা পারস্পরিক ঘেন্নায় বাস করছি। ভাষার ঐক্য ভয়ানক ঐক্য। এর মানে ও সম্ভাবনা বিরাট। সকল বাঙালীর সেটা জানা উচিৎ। এসব পড়লে অনেকের মাথায় নানা সাম্প্রদায়িক আইডিয়া দিয়ে যা বললাম তা খণ্ডন করার কথা মাথায় আসবে। কে কাকে কবে কাঠি করেছিল। ভালো কথা। সেসব আমিও জানি। উভয়পক্ষেরই কিছু কিছু জানি। কিন্তু কথাটা ভেবে দেখবেন। যে মানুষের যৌন কল্পনার ভাষা ও তার বহু পঠিত উপাদান এক, তারা একে অপরের কৌতুক বোঝে, স্বপ্ন বোঝে, লজ্জা বোঝে, হিংসা বোঝে, লোভ বোঝে, খুশি বোঝে, ভণ্ডামো বোঝে, ভালোবাসা বোঝে, সোহাগ বোঝে। এইটা বড় কম কথা নয়। এর পরিমাপ হয় না। খাদ্য আর পানীয়র পর বাসস্থান আর যৌনতা তৃতীয় পজিশনের জন্য লড়াই করে। বাকি সব তার পরে। ধর্ম, রাষ্ট্র, সব।

No comments: