Sunday, December 3, 2017

বাংলার পরম্পরার চিত্রকলা - বিষ্ণুপুরের দুর্গাপট আঁকার বিভিন্ন স্তর - শিল্পী শীতল ফৌজদার

বাংলার একটি মাত্র পরিবার আজ এই চিত্রকলার আঙ্গিকের রক্ষাকর্তা - শীতল ফৌজদার। শীতল ওয়াপাগের অন্যতম অছি। প্রবাদপ্রতীম ভাষ্কর ফৌজদারের ভাইপো।
যদিও ওর পরিচয় দশাবতার তাসের জন্য, কিন্তু দুর্গাপটেও শীতল অবনদ্য। বছর চারেক আগে পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুরের শাঁখাপট্টিতে শীতলের বাড়ি। তখন সে রাজবাড়ির নানান পরিবারের জন্য দুর্গাপট আঁকছে।
দুর্গাপটের নানান আঁকার স্তর আপনাদের সামনে উপস্থিত করা হল। এছাড়াও ঠাকুরোনেরা কে কোথায় যাবেন সেটাও সে পটের পিছনে লাল কালিতে লিখে রাখে - সেটাও শীতল দেখাচ্ছে।
গোটা কাজ সে করে প্রাকৃতিক রঙে।












No comments: