Monday, December 4, 2017

বাংলার পরম্পরার ধাতু শিল্প - মোমছাঁচ পদ্ধতি - মীরা মুখোপাধ্যায়

একদা বাংলা তথা ভারতের আরও তিনটি এলাকার - দাক্ষিনাত্য, মধ্যভারতের গণ্ডোয়ানাভূমি আর উত্তরপূর্বের জয়ন্তী পাহাড় - ধাতু শিল্প বিশ্বপ্রখ্যাত ছিল।
এই শিল্প প্রযুক্তি নিয়ে মাথা ঘামিয়েছিলেন বাংলার শেকড়ে পা রাখা এক অসাধারণ শিল্পী মীরা মুখোপাধ্যায়।
তিনি বাংলার ধাতু কারিগরদের সঙ্গে গন্ডোয়ানাভূমির প্রাচীনতম কারিগর বিশ্বকর্মাদের কাছে কাজ শেখেন। সোনাধর বিশ্বকর্মার বাবার কাছে তিনি কাজ শিখেছেন। বিশ্বকর্মার সন্ধানে, In sarch of Biswakarma তাঁর অসাধারন গবেষনাকর্ম।
এই ছিল তাঁর কাজ করার পদ্ধতি। এই ছবিগুলো হাতে এসেছআমকারিগর প্রধান মধুমঙ্গল মালাকারের সূত্রে। তিনি বছর ছয়েক মীরা মুখোপাধ্যায়ের সঙ্গ করেছেন।
আজও অসাধারণ সম্মানে তাঁর বিষয়ে কথা বলেন মধুমঙ্গল।
কারিগরদের সংগঠনের পক্ষে থেকে পূর্বজর প্রতি এটা স্মৃতি তর্পণ।
-----
এটি বাতিল হয়ে যাওয়া লেখা।
এই ঐতিহাসিক ছবিগুলো বাংলার বাঙালির গর্ব।
কার হাতে আঁকা বলতে হবে। কি বিষয় বলতে হবে।
এটা নয়ের দশকের ছবি এইটুকু সূত্র দেওয়া গেল।
--
হয়ত আন্দাজ করতে পারবেন Samirদা বা @Bidhan
অন্য কাউকে ট্যাগ করব না।
--
এই পড়াটা বাংলার শিল্পচেতকদের কাছে রইল।
কাল পড়া চাই।










No comments: