
খুব জরুরি কাজ।
আজকে প্রচুর নিয়োগীর মত কর্মী প্রয়োজন।
অসামান্য বলেছেন দেবাশিস ভট্টাচার্য আর মনোরঞ্জনবাবু। ঠিক ততোধিক হতাশ করেছেন প্রখ্যাত মানুষটি।
JANASWARTHA BARTA জনস্বার্থ বার্তা ( JANASWARTHA BARTA) পত্রিকা কর্তৃপক্ষের কাছে (বিশেষ করে Himansuদার কাছে, যিনি অসামান্য নেতা কেননা যার নেতৃত্ব চোখে দ্যাখা যায় না, মঞ্চেও নয়) - বিনীত নিবেদন রইল - এর পরের দিকের আলোচনায় কর্মীদের মঞ্চে প্রাধান্য দেওয়া হোক - যাদের মানুষ চেনেন না, অথচ নেতাদের নেতা এবং ছোট এক স্বার্থগোষ্ঠীর সংগঠন হয়ে ওঠার ক্ষেত্রে অনুঘটক হয়ে অসামান্য অবদান পেশ করেন।
No comments:
Post a Comment