Tuesday, December 19, 2017

অনুপম মিশ্রের প্রথম প্রয়াণবার্ষিকী

আজ কান্নার দিন, আত্মস্থতার দিন, দেশের দিকে মুখ ফেরাবার মোড়!
দেশিয় জ্ঞানচর্চার অতম পথিকৃৎ অনুপম মিশ্রের আজ প্রথম প্রয়াণবার্ষিকী, কর্কট রোগ তাকে অকালে কেড়েনিয়ে গেল এই বিশ্ব থেকে।
সমাজকে কিভাবে দেখতে, আত্মস্থ করতে হবে, সে কাজে তিনি আমাদের শিক্ষক ছিলেন।
সামন্ততন্ত্র বা পশ্চিমি নানান মুখরোচক মধ্যবিত্তিয় লব্জগুলি এড়িয়ে কিভাবে দেশিয় গাঁইয়াদের কৃতি বুঝতে হয়, নিজেদের তাঁদের অনুগামী করে নিতে হয়, সে বিদ্যাতেও আমরা তাঁর একলব্য শিষ্য।
সারাজীবন লিখেছেন হিন্দিতেই, বুঝিয়েছেন বিশ্ব মাথায় থাকুক, কিন্তু আশেপাশের মানুষের সঙ্গে আত্মীয়তাই জরুরি।
এই ছবিটা ১০ বছর আগের কালধ্বনি পত্রিকার দপ্তরে এক বৈঠকের।
---
জয় গুরু!
গুরুর পাদপদ্মে প্রণাম!

No comments: