Monday, November 6, 2017

ঢাকার ফুটি তুলোর একমাত্র ছবি

ফুটি তুলো। উইলিয়াম রক্সবার(William Roxburgh) এঁকেছিলেন/আঁকিয়েছিলেন ফুটি তুলোর ছবিটি। চলতি নাম দেন willd-dacca-cotton, ল্যাটিন নাম(বৈজ্ঞানিক নাম নয়) হয় G. herbaceum। প্রকাশিত হয়েছিল তাঁর Flora indica বইতে।

বাংলা লুঠের প্রথম পর্যায়ে ইওরোপে বিভিন্ন ধরণের উদ্ভিদ পাঠানো হচ্ছিল, যা দিয়ে পুঁজি ব্যবসা করতে বাড়াতে পারে। এই কাজে এগিয়ে আসেন কলকাতা বোটানিক গার্ডেন প্রতিষ্ঠাতা শল্য চিকিৎসক উইলিয়াম রক্সবার । চোখের বাইরে থাকা লুঠের সে অন্য গল্প। যদিও আজও ঔপনিবেশিক উদ্ভিদবিদ্যায় তাঁকে ভারতের উদ্ভিদবিদ্যার জনক নামে অভিহিত করা হয়, যেমন রেল চালানোর জন্য জঙ্গলের কাঠ কেটে একমাত্র ব্রিটিশ কোম্পানির জন্য জঙ্গল সংরক্ষণের তাত্ত্বিক ব্রান্দিসকে ভারতীয় বন সংরক্ষণের জনক বলা হয়।

(ছবিটা বিষয়ে http://images.kew.org/gossypium-herbaceum-willd-dacca-cotton/print/654419.html লিখছে - Watercolour on paper, no date (late 18th early 19th century). Hand painted copy of an illustration commissioned by William Roxburgh. In his 'Flora indica', Roxburgh describes this species as a bi-triennial. He also mentions that this species and its varieties Dacca, Berar and China, are the most cultivated by the natives in India. Roxburgh reports "'G. herbaceum' is in general cultivated all over Bengal and Coromandel. It is reared about Dacca, and furnishes that exceedingly fine cotton wool employed in manufacturing the very delicate, beautiful muslins of that place." He finally tells how the three main varieties [Dacca, Berar and China] differ from each other. Inscription by Sir George Watt (1855-1930) on drawing reads 'A form of G. neglectum Tod)

No comments: