দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অদূরে পীরপাল গ্রামে রয়েছে লক্ষ্মণ সেনকে হঠিয়ে গৌড়ের রাজত্ব দখল করা বখতিয়ার খলজির সমাধি। অসম তিব্বত দখল করতে গিয়ে বিফল হয়ে দেবকোটে ফেরেন। এই গ্রামেই তাঁর মৃত্যু ঘটে, অসুস্থ অবস্থায় তাঁর এক বিশ্বস্ত সহকারী তাঁকে ছুরিকাহত করায়।
এই সরকার আসার আগে প্রায় অবহেলাতেই পড়েছিল বখতিয়ার খলজির সমাধি - মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন করে এটির সংস্কার করেন।
এই দরগার চারপাশে প্রচুর পুরনো পাথরের নানান চাঙ্গড় পড়ে আছে।
বাংলার ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট এবং আগ্রিহী মানুষদের এই সমাধিটা একবার অন্তত ঘুরে আসা জরুরি।
No comments:
Post a Comment