Friday, November 17, 2017

পীরপাল দরগা - বখতিয়ার খলজির সমাধি

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অদূরে পীরপাল গ্রামে রয়েছে লক্ষ্মণ সেনকে হঠিয়ে গৌড়ের রাজত্ব দখল করা বখতিয়ার খলজির সমাধি। অসম তিব্বত দখল করতে গিয়ে বিফল হয়ে দেবকোটে ফেরেন। এই গ্রামেই তাঁর মৃত্যু ঘটে, অসুস্থ অবস্থায় তাঁর এক বিশ্বস্ত সহকারী তাঁকে ছুরিকাহত করায়।
এই সরকার আসার আগে প্রায় অবহেলাতেই পড়েছিল বখতিয়ার খলজির সমাধি - মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন করে এটির সংস্কার করেন।
এই দরগার চারপাশে প্রচুর পুরনো পাথরের নানান চাঙ্গড় পড়ে আছে।
বাংলার ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট এবং আগ্রিহী মানুষদের এই সমাধিটা একবার অন্তত ঘুরে আসা জরুরি।
মন্তব্যগুলি
Biswendu Nanda অন্তত ইতিহাস বইতে লেখা হয় ১৭ জন ঘোড়সওয়ার নিয়ে নবদ্বীপ দখল করেন বখতিয়ার। এবং লক্ষ্মণ সেন তার আক্রমনে পালান - এ বাংলা দখল হয়। কিন্তু পূর্ববঙ্গে এর পরেও ৯০ বছর শাসন করেন তাঁর পরিবার। ফলে পুরো বাংলা দখল হয়ে গিয়েছিল এটা বলার কোন সুযোগ নেই।
পরিচালনা করুন
Émøn Møllík গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন দেখালেন দাদা।ধন্যবাদ।
পরিচালনা করুন
Pankaj Dasgupta বখতিয়ার খলজির সমাধি আবার দেখার কি আছে! মমতা সংস্কার করছে কারণ এখানেও ভোটের রাজনীতি আছে।
পরিচালনা করুন
Biswendu Nanda সীমান্তের ওপারেও যে Dipankarদা কথিত মমতাইটিস আছে তা টের পেয়েছিলাম ২০১৩র ঢাকা ভ্রমনে প্রখ্যাতদের সঙ্গে কথায়। প্রখ্যাত স্বাস্থ্য-এনজিও নেতা মমতার বিরুদ্ধে যে সব বইগুলো কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল সেগুলো চেয়েছিলেন আমাদের কাছে। সুভদ্রভাষায় দুই নেত্রীকে গালাগালি করেছিলেন।
আর সাম্রাজ্যবাদী বখতিয়ারকে কেন সম্মান করা দরকার সেটা দিনাজপুরে ঘুরে বুঝতে হবে। সেটা অন্য কোন দিনের জন্য তোলা থাকল।
পরিচালনা করুন
Tanimul Hasan Al Nahian কর্ণাটক থেকে আসা সেনদের ভূমিকা নিয়ে বিস্তারিত লেখা চাই।দেশীয় শিল্প-বাণিজ্য তথা অর্থ ব্যাবস্থাপনায় প্রথম কোপটা কিভাবে বসানো হয়েছিল সে বিষয়ে দয়া করে লিখবেন আশা করি।
পরিচালনা করুন
Biswendu Nanda একটা কোপ তো পড়েছিল সোনার বেনেদের জাতিচ্যুত করে। তারপরে এই পূর্ববঙ্গে মাড়োয়ারিরা জাঁকিয়ে বসতে শুরু করে।
পরিচালনা করুন
Tanimul Hasan Al Nahian সমুদ্র গমন নিষিদ্ধ, পাল আমলের শিক্ষাব্যবস্থা ও শিক্ষা অবকাঠামো ধ্বংস,কট্টর উত্তর ও দক্ষিণ ভারতীয় হিন্দুরীতি সমূহ চাপিয়ে দেয়া, এগুলো সম্পর্কে জানি।
পরিচালনা করুন
Tanimul Hasan Al Nahian এক সমুদ্রগমন নিষিদ্ধই অনেক বিধ্বংসী ব্যাবস্থার নিয়ামক ছিল।
পরিচালনা করুন
Manosanta Biswas · 8 জন পারস্পরিক বন্ধু
|বাংলার সাম্য সমাজে বর্ণাশ্রম আর কুলিন কুসংস্কার, বিভেদের জাতাকল পেতে দিয়েছিল কারা যেন ?
পরিচালনা করুন
Monir Hossin Molla বাংলার ইতিহাস দেখার ব্যাবস্থা করার জন্য ধন্যবাদ আপনাকে
পরিচালনা করুন
Debajyoti Mitra খুব ভালো কাজ করছেন, বিশ্বেন্দু আপনাকে ধন্যবাদ!
পরিচালনা করুন
Biswendu Nanda এটা কাজ নয় দেবজ্যোতি - এটা বিশ্বে আসার দায়। যতটুকু পেয়েছি, পাচ্ছি, তার কণামাত্র ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র চেষ্টা। সমাজসেবি শব্দটাকে প্রান দিয়ে ঘেন্না করি।
পরিচালনা করুন
Biswendu Nanda সূর্যোদয় বখতিয়ারের সমাধির দুবছর আগে তোলা একটি ছবি দিয়েছে। এবারে গিয়ে দেখলাম সে অঞ্চলটি সেজে উঠেছে।
পরিচালনা করুন
Rafiqul Haq Akhand অনেক অনেক ধন্যবাদ, ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শনকে উপস্থাপনের জন্য |
পরিচালনা করুন
Anwar Mohammad অনেক অনেক ধন্যবাদ।জানাই ছিল না তার কবরের চিহ্ন আছে।
পরিচালনা করুন
Apurba Sarkar আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা-তে আছে এই কবর।
পরিচালনা করুন
Subir Sarkar · Swapan Thakur এবং অন্যান্য 15টি জনের বন্ধু
Kon promaner upar bhitti kore eta Bakhtiyar Khiljir samadhi bala hochhe jante parle bhalo hoto.
পরিচালনা করুন
Bidhan Biswas যাতায়াতের পথ ছিল না 
সামনে প্রাচীন ঘাট 
আর পাশে সুপ্রাচীন ধ্বংসাবশেষ
পরিচালনা করুন
Bidhan Biswas কয়েক বছর আগে আমাদের মাঠকাজের দল
পরিচালনা করুন
Sankar Ray ইনি কি সেই বখতিয়ার খিলজি যিনি নালন্দা ধ্বংস করেছিলেন - http://www.thetinyman.in/.../destruction-of-nalanda...
In this article I will describe the destruction of…
THETINYMAN.IN
পরিচালনা করুন
Biswendu Nanda সাম্রাজ্যবাদী ইসলাম উপলক্ষ্য মাত্র। রাজ পোষিত বিপুল বিশাল বৌদ্ধ বিহারের সঙ্গে জনগণের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না - মোটামুটি রামকৃষ্ণমিশনের মত মেরিটোক্রাসি। ফলে একটা ধাক্কাতেই, রাজতন্ত্র পাল্টে যাওয়া তেই গোটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র কয়েকশ বছরের মধ্যে ইতিহাস হয়ে গেল।
পরিচালনা করুন
Sankar Ray বাঃ, রমেশ মজুমদারের কথা মনে করিয়ে দিলে “ ব্রিটিশ শাসন বিরোধী ছিল না, মুসলিম শাসন বিদেশী ছিল
পরিচালনা করুন
Sankar Ray পাঠক (ফেসবুক) যা বোঝার বুঝবেন
পরিচালনা করুন
Dipankar Shibu বামেদের ব্রাহ্মণ্যবাদী মুখোশ খসিয়া পড়িতেছে ...😊😊😊😊 পাঠক যা বুঝবার ঠিক বুঝবেন !😊
পরিচালনা করুন
Biswendu Nanda Sankar Ray, কৈবর্ত স্বাধীনতা সংগ্রাম দমনের পর, গোটা পূর্ব ভারত জুড়ে পাল রাজারা বিপুল বিশাল বৌদ্ধ বিহার বানাতে থাকেন রাজকোষ খালি করে। একেকটা বৌদ্ধ বিহারে এক লক্ষেরও বেশি শ্রমণ থাকতেন। এই বিপুল ব্যপ্ত খরচ রাজা দেবেন না তো কি জনগণ দেবে?
পরিচালনা করুন
Biswendu Nanda যাদের ব্লগে যেতে ল্যদ লাগবে তাদের জন্য লেখাটি তুলে দিলাম-
চুরাশি সিদ্ধর কাহিনী - সিদ্ধ আন্দোলন ও কৈবর্ত বিপ্লব এবং চুরাশীতি-সিদ্ধ-প্রবৃত্তি
চুরাশি সিদ্ধর কাহিনী বইটিতে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় কৈবর্ত বিদ্রোহের সঙ্গে সিদ্ধ আন্দোলনের সম্পর্ক স্থাপন করেছেন
...আরও দেখুন
পরিচালনা করুন
Biswendu Nanda সঙ্গত কারণেই দেবপ্রসাদ কৈবর্তদের নেতৃত্বে ছোটলোকেদের রাজ ক্ষমতা দখলকে বলছেন গণবিপ্লব। তার নিশ্ছিদ্র অনুমান এই গণবিপ্লবের ভিত তৈরি করেন সিদ্ধ বিপ্লবীরা। সেই মতের প্রতিষেধক তৈরি করেন রাজারা দেশজুড়ে পাইকারি হারে বিশাল বিপুল বৌদ্ধ মঠ, বিহার, মন্দির স্থাপন ...আরও দেখুন
পরিচালনা করুন
Biswendu Nanda কিন্তু কোথায় নিদর্শন? একমাত্র রামচরিত। এটাকে দেবপ্রসাদ বলছেন চাটু-পটু লেখা। রামপালকে স্বয়ং রামের সঙ্গে তুলনা করছেন সন্ধ্যাকর। কবির প্রধান উদ্দেশ্য রামপালের কৈবর্ত বিপ্লব দমনের গীতগাওয়া। তাই সেখানে কৈবর্তদের পক্ষে কোন তুচ্ছ সাফাই গাওয়ার সুযোগও ছিল না।
...আরও দেখুন
পরিচালনা করুন
Sankar Ray Biswendu Nanda অনিচ্ছা সহকারে লিখছি। এক প্রখ্যাত অর্থশাস্ত্রবিদ (নাম করছি না তাঁর) প্যারিস থেকে সর্বোচ্চ মানের ডক্টরেট করে দেশে ফিরছেন। তাঁর থিসিসের পরীক্ষক বললেন ‘আমাদের বন্ধু কোসাম্বি-র সঙ্গে দেখা কোরো’। উনি গেলেন। সামনে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের দুট...আরও দেখুন
পরিচালনা করুন
Biswendu Nanda Supported by donations from a number of villages -এটা সত্যি ছিল না, নালন্দা ছিল রাজ পোষিত আর তক্ষশীলা ছিল কিছুটা জনগণ পোষিত - যে জন্য নালন্দায় রাজা এলে ছাত্রদের দাঁড়িয়ে রাজ বন্দনা করতে হত, কিন্তু তক্ষশীলায় রাজা এলেও ছাত্ররা সাধারণভাবে তাঁকে অভ্যর্থনা জানাতেন।
পরিচালনা করুন
Sankar Ray রবীন্দ্রনাথের ‘ভারততীর্থ’ কবিতার সারবস্তু চ্যালেঞ্জ করছ । করো। তাহলে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদের তল্পিবাহক!!
পরিচালনা করুন
Biswendu Nanda এটা যদি রবীন্দ্রনাথ করে থাকেন তাহলে তিনি অবশ্যই সেটার ভাগিদার।
পরিচালনা করুন
Bidhan Biswas রাজ পোষিত হলেও গ্রাম থেকে যে কর আদায় হত তা সরাসরি যেত বিহারে
পরিচালনা করুন
Bidhan Biswas আর শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে কবে জনসাধারনের সরাসরি যোগ ছিল..
পরিচালনা করুন
Biswendu Nanda অবশ্যই ছিল, গ্রামীন শিক্ষা ব্যবস্থার বর্ণনা উইলিয়াম এডামের সমীক্ষায় পাই। কিন্তু রাজ/সরকার পোষিত বড় পরিকাঠামো, বড় বিনিয়োগের শিক্ষা ব্যবস্থায় সে যোগ স্বাভাবিকভাবেই থাকে না।
পরিচালনা করুন
Bidhan Biswas গ্রামীন ছিল তো...
প্রতিষ্ঠান এর কথা বলেছি 
মধয়ুগের সাহিত্য ইতিহাস
...আরও দেখুন
পরিচালনা করুন
Bidhan Biswas কিন্তু কোথায় নিদর্শন....
তানিমুল হাসানের সূত্র ধরে বলি 
রঘুনন্দন এর স্মৃতি সূত্র ঘেটেছিস 

সমুদ্র যাত্রা স্তব্ধ র কথা কি ওখানে আছে....
যদি হয় তবে অন্য একদিক আমি বলব

No comments: