Tuesday, November 7, 2017

মসলিন কারে কয় - কয়েকটি তথ্য

আমাদের নেতা Haripadaদা লিখছেন ৫০০ কাউন্টের সুতো কাটার একজন নন, দুজন মানুষ এখনো আছেন কালনাতেই৷ তন্মধ্যে শ্রীরবীন্দ্রনাথ সাহা প্রবীণতম৷ ৫০০ কাউন্টের একখানা শাড়ি ও একখানা ধুতি তিনি বুনেছিলেন, সময় লেগেছিল দেড় বৎসরাধিক৷ খাদি ক্ষেত্রে একেও মসলিনই বলা হয়, যদিও আদি মসলিনের ধারে কাছে তা যায় না ৷ তবুও হারানো সেই সম্পদের শোক ভুলতেই হয়তো বা ..... ৷
Nilay লিখেছেন 'এক নাল সুতা লম্বায় হতো দেড়শো হাত এবং ওজন এক রতি।....... এক পাউন্ড ওজনের এক নাল মসলিন সুতা লম্বায় ছিল আড়াইশো মাইল'
এবারে দেখা যাক রতি আর গ্রামের সম্পর্কটি
৬ রতি সমওজনে ১ আনা
১৬ আনায় ১ ভরি
আন্তর্জাতিক পর্যায়ে ১ ভরি = ১১.৬৬ গ্রাম (প্রায়)
তাহলে দাঁড়াল ১ রতি = ০.১২১৫ গ্রাম (প্রায়) = দেড়শ হাত = ২২৫ ফুট লম্বা সুতো।
--
মহামহিম, এবারে ৩০০ কাউন্টের সুতোর কাপড়কে আপনি মসলিন বলবেন বলুন, সেটা আপনার মর্জি!। ক্ষমতা আপনার হাতে আপনি যা বলবেন তাই মেনে নেব ধর্মাবতার।
মন্তব্যগুলি
Rafiqul Haq Akhand ২২৫ ফুট লম্বা সুতো ০.১২৫০ গ্রামমাত্র ?
পরিচালনা করুন
Biswendu Nanda হ্যাঁ। এই ছিল আমাদের কারিগর, কাটুনি, তাঁতি। কি হারিয়েছি আমরা! কোন হাহুতাশ দেখছেন শিক্ষিত মহলে?
পরিচালনা করুন
Arm Nahid শিক্ষিত মহলতো শিক্ষিত হবার পরেপরেই বিক্রি হয়েযায় অধিকাংশই- তাদের কাছে আবার হাহুতাস প্রত্যাশা করার কিছু আছে!
পরিচালনা করুন
Dipankar Shibu হরিপদ দার পুরো লেখাটা আমার দেওয়ালে দিয়েছি। ফুটি তুলো ছাড়াও বাংলার যে দুই বয়ন শিল্পী ৫০০ কাউন্ট এর মসলিন বুনেছেন আসুন তাঁদের কুর্নিশ জানাই
পরিচালনা করুন
Dipankar Shibu মসলিন ও সুতোর কাউন্টের হিসেব:

(প্রখ্যাত বয়ন শিল্পী ও সাহিত্যিক ফুলিয়ার তাঁতিদের প্রানের মানুষ Haripada Basak দা লিখেছেন) :
...আরও দেখুন
পরিচালনা করুন
Rafiqul Haq Akhand এই দু জন গুণী শিল্পীকে অতিদ্রুত কাজে লাগিয়ে পুরণো গৌরবের যতটা সম্ভব পুনরুদ্ধার করা হোক | নইলে আয়ুষ্মানতার অমোঘ নিয়মে যে কোন মুহূর্তে হারিয়ে ফেলতে পারি শেষ দেউটি | আমি নিকটে থাকলে সশরীরে এই মুহূর্তে আপনাদের সহযাত্রী হতুম | একটা কিছু করুন | দ্রুত | ১০০০ কাউন্ট সুতো চাই |
পরিচালনা করুন
Biswendu Nanda অবশ্যই তাঁকে শ্রদ্ধা। কিন্তু আমরা আলোচনা করছি মসলিন নিয়ে।
পরিচালনা করুন
Dipankar Shibu আলোচনাটা তা নিয়েই হচ্ছে। ফুটি তুলো না হলে মসলিন হবে না এই ব্রাহ্মীন্য বাদী নিদান কে দিল?😢😢😢😢
পরিচালনা করুন
Rafiqul Haq Akhand শিবু দা, আপনি প্রাজ্ঞ মানুষ | আপনার প্রতি অপরিসীম বিনীত শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই বলছিঃ সম্ভবত মসলিন হবে না, বিষয়টা এই বিন্দুকেন্দ্রিক আলোচনা চলছে না | আমার মনে হয়, বিষয়টির গোঁড়ায় ফুটি দিয়ে সর্বোৎকৃষ্ট মসলিন উৎপাদনের ঐতিহ্যগত দর্শন কাজ করছে | অবশ্য ভিন্ন দর্শন এবং দৃষ্টিভঙ্গিও থাকতে পারে | আমি আমার ভাবনাটা বললাম |
পরিচালনা করুন
Biswendu Nanda অবশ্যই। আমি এখন আলোচনা বন্ধ রাখছি। রাতে এসে হবে।
পরিচালনা করুন
Haripada Basak আমি আবারও বলছি, কিছু মানুষ বাংলার মসলিন তথা তাঁতশিল্প নিয়ে ভাবছেন এটা সৌভাগ্যের কথা৷ কিন্তু ওদিকে তলে তলে যে তাঁত শিল্প প্রায় শেষ হয়ে এলো সেদিকে কারও নজর টানতে পারছি না৷ সম্পূর্ণ বে-আইনি পাওয়ার লুম বাংলার তাঁতের অর্ধেক ইতিমধ্যেই শেষ করে এনেছে, বাকীটুক...আরও দেখুন
পরিচালনা করুন
Chandan Shafiqul Kabir GO khadi, TAT pride ইত্যকার বাহারি নামে জমকালো উৎসবাদী হয় বড় শহরের বিশাল কনভেনশন হলে। যেখানে বিদেশী কাপড়ের কলে তৈরী ফিনফিনে কাপড়ের দেশে তৈরী পোশাক পড়ে হাটাহাটি কে দেশীয় ঐতিহ্যের মোড়কে উপস্থাপনের অপপ্রয়াস আছে। বিস্তর মিছে কথা আছে, বিদেশী কলের সুতায় হয়ত...আরও দেখুন
পরিচালনা করুন
Haripada Basak সত্যিই বলেছেন সফি
কুল ভাই, বাংলার তাঁতের এখন মরণদশা৷ তাকে ঠেকানো সবার আগে দরকার৷ কিন্তু উচ্চকন্ঠ তেমন জোরদার হচ্ছে কই! সভাসমিতি, আবেদন নিবেদন করে সর্বত্র জানান দিয়েও কারো সাড়াশব্দটি নেই৷ সর্বনাশ জেনেও রাজ্য সরকারের এতটা নিরাসক্তি আগে কখনো দেখিনি৷ অথচ ইতিহাস যাঁরা জানেন, তাঁরা নিশ্চিত বুঝবেন, শাসকের আনুকুল্য ব্যতিত হস্ততাঁত কোনকালেই টিকে থাকতে পারেনি৷ আজও পারবে না৷
পরিচালনা করুন
Chandan Shafiqul Kabir ধন্যবাদ হরিপদ দা, এক দেড়শো বছর আগে ও বাংলা সংবাদপত্রের খবর অনুযায়ী তন্তুবায়দের তাঁত পেশা ছাড়ার খবর বেরুতো তার নমুনা আমরা দেখেছি, এখনো এমনটাই প্রকাশিত হয়। এই সময়কাল জুড়ে সরকারি ঔদাসীন্য আর তাঁতি স্বার্থ বিরোধী কানুনকেই আমরা দায়ী দেখতে পাই। কিন্তু এতো নিরাশার মধ্যেও আশার কথা এই যে, এই হস্তশিল্পের কারিগরি জ্ঞানের এক প্রচন্ড প্রাণশক্তি আছে যা তাকে এখনো হাজির নাজির রেখেছে! তাই বলে এমন অদৃষ্টের কাছে সমর্পন কোনো কাজের কথা নয় আজ! বয়নশিল্পের আজকের মরণদশা ঠেকানোর আশু পদক্ষেপই জরুরি তা বলাই বাহুল্য। Haripada Basak
পরিচালনা করুন
Dipankar Shibu আমার একটাই বক্তব্য তাঁত শিল্প যখন নানা সমস্যায় জর্জরিত তখন মসলিন ফুট তুলোয় না কার্পাস তুলোয় বোনা সেটা অবান্তর মনে হয় আমার। এতে সবার জ্ঞানের ও যুক্তির আঁচ পাওয়া যায় ঠিক কিন্তু বাংলার তাঁতীর ক্ষতি হয়। আগে কলকাতার সিরাজ বিরিয়ানি বানাতো দেশি বাসমতি চালে এখন বানায় হাইব্রিড বাসমতিতে। তবু আমরা ওটা সিরাজের বিরিয়ানি বলেই চেটে পুটে খাই।
পরিচালনা করুন
Biswendu Nanda আপনারা মনে করুণ সেটা যথার্থ - কিন্তু শুদ্ধতা রক্ষাও পরিচয় রক্ষার অন্যতম শর্ত। আজকে আপনি যা কিছু একটাকে মসলিন বলে চালালেন, কাল আপনার ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে আরেক রকম্ভাবে মসলিন বানাবেন। তো এই উদ্ভাবন তো চলতেই থাকবে। ঠিক আছে তবে হোক। আপনারা তাঁতিরা যদি টাঙ্গাইলের নামে ইলিশ বানাতে চান বানান।
পরিচালনা করুন
Dipankar Shibu শুদ্ধতার নামে জ্যাঠা মি হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কোনটা মসলিন কোনটা নয় তা ঠিক করার দায়িত্ব তাঁতিদের যারা মসলিন এর সাথে যুক্ত। অন্য কারো সেই অধিকার না ফলানোই ভালো।
পরিচালনা করুন
Biswendu Nanda ঠিক আছে। শুদ্ধতা রক্ষার জন্য গালাগালি শুনতে রাজি। 
এবার মসলিন চাইলে হরিপদবাবু তাঁত মরে যাওয়া, তাঁতিদের অপারগতার অজুহাতে ২০০ কেন ৩০০ কাউন্টের আমেরিকান সুতোয় তৈরি টাঙ্গাইল হাতে ধরিয়েও দিতে পারেন। কিছু বলার নেই! তাঁতি স্বয়ং বলেছেন ২০০+ কাউন্টের শাড়ি = মসলিন। ব্যাস আর কোন কথা নেই।
কারোর কিছুই বলার নেই।
পরিচালনা করুন
Dipankar Shibu ঘুমোতে যা। অনেক হয়েছে। মুখ্যমন্ত্রীকে বল "ক্লাব মসলিন" তুলে দিতে কারণ তোর মতে ফুটি তুলো না হলে মসলিন হয় না। যা একটা প্লাকার্ড লাগিয়ে ধর্নায় বোস 😢😢😢😢😢
পরিচালনা করুন
Biswendu Nanda প্রতিবাদ রইল। ক্লাব মসলিন নিয়েও আমি এর আগে লিখেছি। 
Haripada Chandan Nilay তাহলে ঠিক হল ৩০০ কাউন্টের যে কোন সুতোয় বোনা কাপড়কে মসলিন বলতে পারব! ৩০০ কাউন্টের টাঙ্গাইল বা শান্তিপুরী বা ধনেখালি কি মসলিন নামে বিক্রি হবে?
পরিচালনা করুন
Chandan Shafiqul Kabir Biswendu দা, অনেক কথাই হলো গত ৩০ ঘন্টায়। অনেকেরই যেমন জানার বুঝার খানিকটা খামতি আছে তেমনি কারো কারো আবেগ একটু বেশি, তবে এইমর্মে দরদটা যদি আমরা জারি রাখতে পারি তো কিছু ইতিবাচক উদ্যোগ, কাজ হতেই পারে। আপাতত এই আলোচনার একটা সারসংক্ষেপ আপনার কাছ থেকে আশা করতেই পারি কি বলেন?
পরিচালনা করুন
Chandan Shafiqul Kabir না, কাঁঠালের আমসত্বে আমার সন্তুষ্টি নেই। সকল আলোচনাই জারি থাকুক।
পরিচালনা করুন
Dipankar Shibu উপমাটা ঠিক হোল কি? উৎকৃষ্ট ল্যাংড়া আমের পরিবর্তে ফজলি আমের আমসত্ত্ব কে কি আমসত্ত্ব বলা যাবে না? নবীন ময়রা এক সময় কাঠের উনুনে রসগোল্লা জাল দিতেন। এখন কাঠের উনোন বন্ধ। তাই তা রসোগোল্লা থাকলো কি? আমি খুব মুখ্যু ম্মানুষ। সংস্কৃতির ইতিহাস জানি না। শুধু জানতে চাই গত হাজার বছরে মসলিন কি একই ভাবে বোনা হয়েছে? কোন পরিবর্তন হয়নি ? কেও হলফ করে তা বলতে পারবে? মসলিন উৎপাদন প্রণালীর কোন গুপ্ত মন্ত্র কি আবিষ্কার হয়েছে কোথাও!😊😊😊😢😢😢
পরিচালনা করুন
Chandan Shafiqul Kabir এখানে আমসত্বকে খারিজ করা হয়নি- আমসত্বে সন্তুষ্টি বিষয়ে ইশারা দেয়া হয়েছে! হোক তা ফজলি, ল্যাংড়া, মোহনভোগ আমের আমসত্ব। আমরা সব জেনে যাওয়া জাহির করতে এই আলোচনা করছি বলে মনে হয়না, বরং নতুন কিছু জানা আর আগের জানাকে ঝালাই করতেই এই কসরত! যে মসলিনের গর্ব তার মানদণ্ড নিয়ে আর সংশ্লিষ্ট শর্তাবলী নিয়ে আলোচনায় আমাদের ধৈর্য্যচ্যুতি না হলেই ভালো। তাতে আমরা আলোচনাটা চালিয়ে যেতে পারি। সুনিপুন বয়ন নকশার সৌন্দর্য্যই কারিগরের গুপ্ত মন্ত্র।
পরিচালনা করুন
Bidhan Biswas কিনতু কাউন্টের কোন বঙ্গীয় শব্দ হয়না ?
পরিচালনা করুন
Biswendu Nanda আমি আর তাঁত নিয়ে কোন মন্তব্য করব না। সে সব তাঁতিরা বুঝবেন!
পরিচালনা করুন
Chandan Shafiqul Kabir আলোচনার এমন আয়োজন থেকে নিজেকে এভাবে প্রত্যাহার ঘোষণা প্রত্যাহার করা হোক।
পরিচালনা করুন
Nilay Kr Basak এই রকম আলোচনার মধ্য দিয়েই 
সমৃদ্ধ হওয়া সম্ভব। তাই বিরতি দেবেন না।
পরিচালনা করুন
Dipankar Shibu গুরুজী রাগবেন না প্লিজ😊😊😊😊😢

No comments: