আমাদের নেতা Haripadaদা লিখছেন ৫০০ কাউন্টের সুতো কাটার একজন নন, দুজন মানুষ এখনো আছেন কালনাতেই৷ তন্মধ্যে শ্রীরবীন্দ্রনাথ সাহা প্রবীণতম৷ ৫০০ কাউন্টের একখানা শাড়ি ও একখানা ধুতি তিনি বুনেছিলেন, সময় লেগেছিল দেড় বৎসরাধিক৷ খাদি ক্ষেত্রে একেও মসলিনই বলা হয়, যদিও আদি মসলিনের ধারে কাছে তা যায় না ৷ তবুও হারানো সেই সম্পদের শোক ভুলতেই হয়তো বা ..... ৷
Nilay লিখেছেন 'এক নাল সুতা লম্বায় হতো দেড়শো হাত এবং ওজন এক রতি।....... এক পাউন্ড ওজনের এক নাল মসলিন সুতা লম্বায় ছিল আড়াইশো মাইল'
এবারে দেখা যাক রতি আর গ্রামের সম্পর্কটি
৬ রতি সমওজনে ১ আনা
১৬ আনায় ১ ভরি
আন্তর্জাতিক পর্যায়ে ১ ভরি = ১১.৬৬ গ্রাম (প্রায়)
তাহলে দাঁড়াল ১ রতি = ০.১২১৫ গ্রাম (প্রায়) = দেড়শ হাত = ২২৫ ফুট লম্বা সুতো।
৬ রতি সমওজনে ১ আনা
১৬ আনায় ১ ভরি
আন্তর্জাতিক পর্যায়ে ১ ভরি = ১১.৬৬ গ্রাম (প্রায়)
তাহলে দাঁড়াল ১ রতি = ০.১২১৫ গ্রাম (প্রায়) = দেড়শ হাত = ২২৫ ফুট লম্বা সুতো।
--
মহামহিম, এবারে ৩০০ কাউন্টের সুতোর কাপড়কে আপনি মসলিন বলবেন বলুন, সেটা আপনার মর্জি!। ক্ষমতা আপনার হাতে আপনি যা বলবেন তাই মেনে নেব ধর্মাবতার।
মহামহিম, এবারে ৩০০ কাউন্টের সুতোর কাপড়কে আপনি মসলিন বলবেন বলুন, সেটা আপনার মর্জি!। ক্ষমতা আপনার হাতে আপনি যা বলবেন তাই মেনে নেব ধর্মাবতার।
No comments:
Post a Comment