আমাদের বাংলার কৃষ্টি, উৎপাদন, উৎসব, পুজা, আচার মূলত মৌসম বা বছরের নির্দিষ্ট সময় ভিত্তিক।
এখনও সারা বাংলার কুমোরেরা রথ যাত্রা, রাস এবং অন্যান্য উতসবে বিচিত্র সব পুতুল তৈরি করেন। সারা বছর পাওয়া যায় না বলেই বিশেষজ্ঞরা এগুলিকে লুপ্তপ্রায় ধরে নিয়েছেন।
এখন যে বছরভর সবকিছুই পাওয়া যাওয়ার সংস্কৃতি চালু হয়েছে, বাংলার গ্রামীন পরম্পরার মানুষ সেই সংস্কৃতির বাইরের অংশ - তারা সারাবছরের উতপাদনের বিশ্ব লুঠের অংশ নন, হতেও চান না।
ফলে বহু উৎপাদন বছরভর পাওয়া যায় না। তাই সেগুলি লুপ্ত হয়ে গিয়েছে ধুয়া তুলে আমাদের মত ভদ্রবিত্তদের কাজের সুযোগ করেদিয়েছে।
এই সংগঠনের সঙ্গে থেকে অনেক কিছু আমি শিখছি, প্রতিষ্ঠান সূত্র যা শিখেছি ছোটবেলা থেকে তা ভুলেছি - এই কাদা ছানা, ধুলিতে পা দিয়ে হেঁটে ধুলিকে সোনা বানানো মানুষেরা আজ আমার শিক্ষক পথ প্রদর্শক।
Soma এঁদের উল্টোডাঙ্গার মেলায় আবিষ্কার করেন। এঁরা থাকেন বিরাটি কুমোর পাড়ায়।
প্রনাম এঁদের।
No comments:
Post a Comment