Friday, November 17, 2017

জয় বাংলা ভ্রমণ - ঐতিহ্যের সপ্তা শেষের দিনাজপুর

{বাড়ির কার্তিক পুজোর হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও Madhumangal Malakarদা প্রতিশ্রুতি মত দিনাজপুর ভ্রমণের একটি রূপরেখা এঁকে দিয়েছেন। সেটি নকল করে তুলে দিলাম।
Rafiqul Haq Akhand Sihabul Islam Pinaki Bhattacharya Mohammad La Gauche Farida Majid সহ হাজারো বাংলাদেশের বন্ধুদের এই কৃষ্টি ভ্রমণের ডাক দিচ্ছি। এতে দুই বাংলার জনগণের বন্ধন সুদৃঢ হবে। আপনারা যদি আসতে চান হিলি সীমান্ত দিয়ে আসতে হবে। আপনাদের জন্য আলাদা পরিকল্পনা হবে। আপনাদের ঘোরা শেষে হিলি সীমান্তে পৌঁছে দেওয়া হবে। }
নমস্কার!
আগামী কাল কার্তিক সঙ্ক্রান্তি। মুষ্কিপুরের মালাকার পরিবারের কার্তিক পুজো। খুব ব্যস্ততায় প্রতিশ্রুতিমত দিনাজপুর ঘোরার বিশদ বর্ণনা দিতে পারি নি।
আজ সকালে সেই কাজটি করতে বসেছি।
ক) উদ্দেশ্য
১। বাংলার অন্যতম প্রাচীন ভৌগোলিক এলাকা পুণ্ড্রবর্ধন বা বারেন্দ্রভূমি নিয়ে জনমানসে আগ্রহ তৈরি আর প্রখ্যাত এলাকাগুলি স্বচক্ষে দেখা।
২। করতোয়া, আত্রায়ী আর পুণর্ভবা বিধৌত যে পুণ্ড্রবর্ধনের কারিগরেরা একদা বাংলাকে স্বর্ণপ্রসবিনী করে গড়েতুলেছিল, তাদের গ্রাম, কাজ হাতে কলমে দেখা।
৩। দিনাজপুরের কৃষ্টির অভিজ্ঞতা নিয়ে যাওয়া
খ) সময়
১। শনিবার সকাল থেকে রবিবার সন্ধ্যে
২। অথবা যে কোন পর পর দুদিন ছুটি
৩। অথবা যে কোন দুদিন, বন্ধুদের ইচ্ছে মত।
গ) দল
ন্যুনতম চার জন
ঙ) থাকা
১। সময় নিয়ে কারিগর গ্রামে, কারিগরদের বাড়িতেই অন্তত চার জনের থাকার ব্যবস্থা করবে ওয়াপাগ এবং তার বন্ধুসঙ্গঠনগুলি।
২। সেটা বেশ খরচসাধ্য বিষয়। যত দিন না করে ওঠা যাচ্ছে, প্রাথমিকভাবে হোটেলে থাকা। নানান স্তরের হোটেলের ব্যবস্থা করা হচ্ছে - বন্ধুরা ইচ্ছে মত, তাদের সামর্থ্য মত হোটেল বেছে নিতে পারেন।
৩। বালুরঘাটে Biswanath Lahaর একটি বাড়ি আছে। সেখানে থাকারও কথা চলছে।
চ) খাওয়া
প্রাথমিকভাবে হোটেলে খাওয়া। এক দিন কারিগরের বাড়িতে।
ছ) বাহন
৪ জনের জন্য ৭ আসনের ঠাণ্ডা সুমো বা এনজয়
জ) ঘুরে দেখার সাহায্যকারী
ঝ) পরিকল্পনা
প্রথম দিন
অ) সকালে রায়গঞ্জে নেমে খাওয়া দাওয়ার পর কুলিক পখিরালয় ভ্রমণ,
আ) পোড়ামাটির গ্রাম কুনোরে কুম্ভকরেদের চাকে হাতে কলমে মাটির কাজ করা, দ্যাখা, গ্রাম ঘোরা এবং কালিয়াগঞ্জে সুরুচিতে দুপুরের খাওয়া,
ই) পাটের ধোকড়া বুনন দেখা ও কারিগর মেয়েদের সঙ্গে আলাপ,
ঈ) মহিষবাথানে কাঠের মুখোশ শিল্পী সাঞ্জুলাল সরকারের বাড়িতে গমীরা মুখোশের কাজ দেখা, কাজ করা,
উ) শমীবৃক্ষ, কয়েকটা দিঘী দেখে বিকেলে বিশ্ববরেণ্য শোলা শিল্পী মধুমঙ্গল মালাকারের বাড়ি শোলার মুখোশের কাজ, শোলার ফুলের কাজ দেখা, হাতে কলমে কাজ শেখা এবং সন্ধ্যেয় গমীরা মুখোশ নাচ/জং জারি মুর্শিয়া, ঢাক ঢোল বাদন ইত্যাদি অনুষ্ঠান দেখে, রাতে তুলাইপাঞ্জিচালের ভাত এবং দিনাজপুরের মিষ্টান্ন খেয়ে হোটেলে ফিরে যাওয়া বা মধুদার মাটির বিশাল বাড়িতে থেকে যাওয়া।
দ্বিতীয় দিন
অ) সকালে হোটেল থেকে/মধুদার বাড়ি থেকে বেরিয়ে বাণগড়,
আ) উষা-অনিরুদ্ধর বিবাহের ছায়া মণ্ডপ(যাকে আপনারা ছাদনাতলা বলেন) দেখা,
ই) বখতিয়ার খলজির সমাধি দেখা,
ঈ) শিববাড়ির শিবমন্দির, শিববাড়ির হাটে রাখা মূর্তিগুলি দেখা ও ফেরার পথে গঙ্গারামপুরের তাঁতিদের পাড়া ঘুরে দ্যাখা,
উ) দুপুরে খাওয়ার পরে মহিপাল দীঘি দেখে বালুরঘাটে এসে ইচ্ছে হলে জাদুঘর দ্যাখা,
ঊ) সময় থাকলে কোন একটা হাটে যাওয়া,
ঋ) হিলি সীমান্ত দেখা এবং ভলভো বাসে উঠে যাওয়া।
ঞ) খরচ
অ) হোটেলের খরচ সাধ্যমত
আ) গাড়ির খরচ
১) ঠাণ্ডা গাড়ি হলে ১৮টাকা কিলোমিটার
২) ঠাণ্ডা গাড়ি না হলে ১৬টাকা কিলোমিটার
ই) খাওয়ার খরচ দৈনিক মাথাপিছু ৪৫০টাকা
ঈ) ভ্রমণসঙ্গীর খরচ দৈনিক ৫০০ টাকা(খাওয়া-থাকা বাদে)
উ) অনুষ্ঠান
১) গমীরা মুখোশ নাচের, সত্যপীর, মনসামঙ্গল ২০০০-২৫০০ টাকা একটি দল,
২) ঢাকীর দল ১০০০ টাকা
৩) জং জারি মুর্শিয়া ২৫০০ টাকা

No comments: