১৭৫২ সালে আবার
কোম্পানির পুঁজিতে টান পড়ল। ব্যবসায়ীদের থেকে কোম্পানি জবাবদিহি চাইলে তারা
জানালেন পণ্য সরবরাহের টান পড়ার কারণ, owing to our cutting them
in the prices, the dearness of cloth at the aurungs and our sorting
their goods by old musters w}:tereby they suffered a considerable
loss (C&B.
Abstr., vol. 5, f.
354,
para. 42, 18 Sept. 1752; FWIHC, vol. 1,
p. 594)। ফলে
কোম্পানি যখন বছরের শেষের হিসেবের খাতা প্রত্যায়িত করার জন্যে ব্যবসায়ীদের আহ্বান
জানালে ব্যবসায়ীরা জানাল যেভাবে হিসেবের কাঠামো তৈরি হয়েছে তা তাদের পছন্দ হয় নি,
তারা সে হিসেব মানছেন না। তারা স্পষ্টভাবে কাউন্সিলকে জানালেন ১৭৫৩ সালে তারা আর
কোম্পানির সঙ্গে কোন রকম লেনদেনে যাবে না(BPC, vol. 26, ff. 66vo-67,-l March
1753; C&B. Abstr., vol. 5, f. 401, para. 32; FWIHC,
vol. 1, pp. 680-81)। ১৭৫৩র বছর নিয়ে উদ্গ্রীব কোম্পানির আমলারা ব্যবসায়ীদের
শর্ত জানতে চাইল। তারা বললেন, ব্যবসায়ীরা কোম্পানির সঙ্গে কোনও রকম চুক্তিতে যেতে
অনিচ্ছুক কারণ তারা suffered
these three years past by the Company's
business। তারা কোম্পানিকে স্পষ্টভাষায় জানালেন, not on any
account undertake the investment.on the same terms as
they did the previous year। কিন্তু যেহেতু তারা served the Company almost
from their infancy and lived under the English protection, they
would do their utmost to forward their business এবং তাদের শর্তে
চুক্তি হলে সেই চুক্তিতেই তারা থাকবেন, নইলে নয় (For the merchants' terms, see BPC,
vol. 26, ff.
157vo-158,
31 May 1753)।
কাউন্সিল এই শর্তকে চরমতম অযৌক্তিক বলে ঘোষণা করে ব্যবসায়ীদের বলল ব্যবসায়ীরা কি
তাদের কঠোর অবস্থান থেকে সরে আসবে না? উত্তর দিলেন দাদনি বণিকদের নেতা রাধাকৃষ্ণ
শেঠ, বললেন ব্যবসায়ীদের শর্ত যদি মানা হয় তাহলেই তারা চুক্তিতে উৎসাহী অন্যথায় he absolutely
refused to undertake any part of the investment himself (Ibid., f. 158, 31 May 1753;
C&B. Abstr., vol. 5, f.
425;
Beng. Letters
Recd., vol. 22, para. 30-31, ff. 41'6-17;
FWIHC, vol. 1, pp. 680-81, 3 Sept, 1753)।
কাউন্সিল এবারে
উদ্যমী হল, হয়ত চূড়ান্ত হতাশাতেই। তাদের খাতাতে এ সময়ের উল্লেখ পাচ্ছি, Esteeming this
preemptory behaviour ofRamkissen Seat's to be extremely insolent and meriting
our Resentment and as an example made of so considerable a person may have a
good effect·upon the rest of the !Ilerchants and reduce them to off er us
better. terms, Ramkissenseat was told we had no further business for him as a
Dadney merchant and ordered to withdraw (BPC, vol. 26, f.
158, 31 May 1753; C&
B.
Abstr., vol. 5, f. 425; Beng. Letters
Recd., vol. 22, f. 417, para. 31; FWIHC, vol. 1, p. 681)।Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Sunday, November 18, 2018
ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৬৮
লেবেলসমূহ:
ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন,
সুশীল চৌধুরী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment