জয়াদি, একটি প্রকাশনা সংস্থার পরিকল্পনা করছেন বেশ কয়েক মাস ধরে।
কলাবতী মুদ্রার প্রকাশনা সংস্থা রয়েছে নিজের নামে। আমরা বেশ কয়েকটি বইও প্রকাশ করেছি।
তো জয়াদি একটি লেখা পাঠিয়েছেন তাঁর বিশদ বিবরণ লিখে।
সেটি পাঠকদের জন্য তুলে দেওয়া গেল।
কলাবতী মুদ্রার পক্ষে,
বিশ্বেন্দু
আজ থেকে আঠেরো বছর আগে ভূমধ্যসাগর নামে একটি ছোট পত্রিকা আত্মপ্রকাশ করেছিল। ‘যে সব লেখা অন্যদের পড়াতে ইচ্ছে করে’, সে রকম লেখা ছাপা হবে এই আকাঙ্ক্ষা নিয়ে। বন্ধুদের ধরে থাকা হাতের আশ্রয়ে ভূমধ্যসাগার আজও চলছে।
সাধ আরও একটু বেড়েছে। এবারে উদ্যোগ একটি ছোট প্রকাশনার। তাঁর নাম দেওয়া গেল লোকনদী। এরও জন্মভাবনায় আছে পছন্দ মত বই, সুন্দর করে সাজিয়ে প্রিয় পাঠকদের হাতে দেওয়ার আকাঙ্খা। এবারও বন্ধুদের বাড়িয়ে দেওয়া হাতই আমার ভরসা। বড় পুঁজির বড় বাজারের বাইরে, পারস্পরিক বিশ্বাস এর ভালবাসার ওপর বিশ্বাস রেখেই সৌন্দর্যে যাওয়া যায়, এই কথাটা আমরা আরেকবার তুলে ধরার চেষ্টা করি।
প্রথম প্রকাশিত হতে যাওয়া তিনটি বইএর জন্য ৩০০ টাকা দিয়ে অগ্রিম গ্রাহক হন। বন্ধুদের বলুন। বই বেরবার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতাসহ খবর যাবে। অগ্রিম গ্রাহকেরা পাবেন লেখকদের স্বাক্ষর করা বই।
আসুন, আমরা এক নতুন পারস্পরিকতার সম্পর্ক শুরু করি।
জয়া মিত্র
প্রথম প্রকাশিত বই
প্রশান্ত চট্টোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধ – চারপাশে ঘটতে থাকা টুকরো ঘটনাগুলির মধ্যকার সেই আন্তঃসম্পর্ক যা প্রায়ই আমাদের কাছে ধরা দেয় না।
কৃষি পরাশর ও অন্যান্য প্রবন্ধ – দ্বাদশ শতাব্দীতে রচিত পুর্ব-ভারতের অসামান্য কৃষি শাস্ত্র। মূল সংস্কৃত ও বাংলা অনুবাদসহ, বাংলার কৃষি ভাবনা সম্পর্কে প্রাচীন ও নবীন কিছু ভাবনা সম্পুট। সম্পাদনা জয়া মিত্র।
ভোঁ দিল ঐ জাহাজ ঘাটে – ছবিভরা ছড়া, শৈবাল দত্ত
আরও কিছু জানার থাকলে যোগাযোগ করুন -
জয়া মিত্র, ০৯৮৭৪৩৭৩৬৭৬, ০৯৪৭৫৭৩২০১৩, joyamitra@gmail.com
এই নামে ড্রাফ্ট পাঠান/মনি ট্রান্সফার করুন,
VUMODHYASAGAR
CANARA BANK
A/C - 0151101013365
IFSC - CNRB 0000151
কলাবতী মুদ্রার প্রকাশনা সংস্থা রয়েছে নিজের নামে। আমরা বেশ কয়েকটি বইও প্রকাশ করেছি।
তো জয়াদি একটি লেখা পাঠিয়েছেন তাঁর বিশদ বিবরণ লিখে।
সেটি পাঠকদের জন্য তুলে দেওয়া গেল।
কলাবতী মুদ্রার পক্ষে,
বিশ্বেন্দু
আজ থেকে আঠেরো বছর আগে ভূমধ্যসাগর নামে একটি ছোট পত্রিকা আত্মপ্রকাশ করেছিল। ‘যে সব লেখা অন্যদের পড়াতে ইচ্ছে করে’, সে রকম লেখা ছাপা হবে এই আকাঙ্ক্ষা নিয়ে। বন্ধুদের ধরে থাকা হাতের আশ্রয়ে ভূমধ্যসাগার আজও চলছে।
সাধ আরও একটু বেড়েছে। এবারে উদ্যোগ একটি ছোট প্রকাশনার। তাঁর নাম দেওয়া গেল লোকনদী। এরও জন্মভাবনায় আছে পছন্দ মত বই, সুন্দর করে সাজিয়ে প্রিয় পাঠকদের হাতে দেওয়ার আকাঙ্খা। এবারও বন্ধুদের বাড়িয়ে দেওয়া হাতই আমার ভরসা। বড় পুঁজির বড় বাজারের বাইরে, পারস্পরিক বিশ্বাস এর ভালবাসার ওপর বিশ্বাস রেখেই সৌন্দর্যে যাওয়া যায়, এই কথাটা আমরা আরেকবার তুলে ধরার চেষ্টা করি।
প্রথম প্রকাশিত হতে যাওয়া তিনটি বইএর জন্য ৩০০ টাকা দিয়ে অগ্রিম গ্রাহক হন। বন্ধুদের বলুন। বই বেরবার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতাসহ খবর যাবে। অগ্রিম গ্রাহকেরা পাবেন লেখকদের স্বাক্ষর করা বই।
আসুন, আমরা এক নতুন পারস্পরিকতার সম্পর্ক শুরু করি।
জয়া মিত্র
প্রথম প্রকাশিত বই
প্রশান্ত চট্টোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধ – চারপাশে ঘটতে থাকা টুকরো ঘটনাগুলির মধ্যকার সেই আন্তঃসম্পর্ক যা প্রায়ই আমাদের কাছে ধরা দেয় না।
কৃষি পরাশর ও অন্যান্য প্রবন্ধ – দ্বাদশ শতাব্দীতে রচিত পুর্ব-ভারতের অসামান্য কৃষি শাস্ত্র। মূল সংস্কৃত ও বাংলা অনুবাদসহ, বাংলার কৃষি ভাবনা সম্পর্কে প্রাচীন ও নবীন কিছু ভাবনা সম্পুট। সম্পাদনা জয়া মিত্র।
ভোঁ দিল ঐ জাহাজ ঘাটে – ছবিভরা ছড়া, শৈবাল দত্ত
আরও কিছু জানার থাকলে যোগাযোগ করুন -
জয়া মিত্র, ০৯৮৭৪৩৭৩৬৭৬, ০৯৪৭৫৭৩২০১৩, joyamitra@gmail.com
এই নামে ড্রাফ্ট পাঠান/মনি ট্রান্সফার করুন,
VUMODHYASAGAR
CANARA BANK
A/C - 0151101013365
IFSC - CNRB 0000151
No comments:
Post a Comment