কায়স্থগণের
আগমন।
ভেট
লয়ে দধি মাছ, গৃত কুম্ভে বান্ধি
গাছ
কায়স্থ আইল মহাজন।
প্রণাম
করিয়া বীরে, নিজ নিবেদন করে,
সুখী হঐলা ব্যাধের নন্দন।।
কায়স্থ
মিলিয়া ভাষে, আইলাম তব দেশে
গুজরাটে করিব বসতি।
বিচার
করিয়া তুমি, দিবে ভাল বাড়ী
ভুমি,
প্রজাগনে কর অবগতি।।
কোন
জন সিদ্ধকুল, সাধ্য কেহ ধর্ম্ম মূল,
দোষহীন কায়স্থের শোভা।
প্রসন্ন
সবারে বাণী, লেখাপড়া সবে জানি,
সরব্বজন নগরের শোভা।।
অনেক
কায়স্থ মেলা, শুনিয়া তোমার খেলা,
আইলাম তব সন্নিধান।
কুলে
শিলে নাহি দোষ, কেহ মাহেশের ঘোষ
বসু মিত্র কুলের প্রধান।।
তব
গুণে হয়ে বন্দী, পাল পালিত
নন্দী,
সিংহ সেন দেব দত্ত দাস।
কওর
নাগ সোম চন্দ্র, ভঞ্জ বিষ্ণু রাহা
বিন্দ
এক স্থানে করিব নিবাস।।
বীর
কওর অবধান, প্রিজাগণে দেহ দান,
ভূমি বাড়ী করিয়া চিহ্নিত।
কিছু
দিবে ধান্য বাড়ি, বলদ কিনিতে কড়ি,
সাধন না কর বিলক্ষিত।।
ত্যাগ
করিয়া কলিঙ্গ, লক্ষ ঘোর প্রজা
সং,
এক স্থানে করিব নিবাস।
বিচার
করিয়া তুমি, দিবে ভাল বাড়ী ভূমি
শুনি বীর হৃদিয়ে উল্লাস।।
ধার
লহ লক্ষ তঙ্কা, কাহারে না কওর
শঙ্কা,
দক্ষিণ আওয়াসে কওর বাঁশ।
রচিয়া
ত্রিপদী ছন্দ, জ্ঞান করি
শ্রীমুকুন্দ
রঘুনাথ
নৃপতি প্রকাশ।।
No comments:
Post a Comment