নরেন্দ্র কৃষ্ণ সিনহা জানাচ্ছেন, ইংরেজ শাসনে বেয়াদপ স্বাধীণতা সংগ্রামী
মালঙ্গীদের মুখের গ্রাস কেড়ে নিতে, রামমোহন রায় ভারতের আরও ভাল, আরও সুন্দর,
বাঙলার লবন মহল লুঠের অর্থে তৈরি ব্রিটিশ কোম্পানির নুন লন্ডন থেকে সরাসরি আমদানি
করতে ব্রিটেনে গিয়ে সরকারকে সুপারিশ করছেন। রামমোহনের এই
সুপারিশে কলকাতার বাজারে লন্ডন থেকে আমদানিকরা নুনের পরিমান হঠাতই এত বেড়ে যায়
যে, বাঙলার মালঙ্গীদের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে দাঁড়ায়। ১৮৪৫-৪৬আর্থিক বছরের থেকে ৫,০২,৬১৬ মন থেকে শুরু হয়ে ১৮৫১-৫২ পর্যন্ত
প্রত্যেক বছরে যা আমদানি হয় তার একটা হিসেব এখানে দেওয়া গেল –
১৮৪৬-৪৭তে ৩,৫২,৮৩৫,
১৮৪৭-৪৮তে ৭,৫২,৯৯৮,
১৮৪৮-৪৯এ ৪,৪৯,৮০৩,
১৮৪৯-৫০এ ৬,৯৪,৪৪৭,
১৮৫০-৫১এ ১০,১২,৬৯৮
১৮৫১-৫২তে ১৮,৫০,৭৬২
মন(১ মন, ৮২ পাউন্ড)
(রমেশ চন্দ্র দত্ত, ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া, দ্বিতীয় খন্ড)।
এই অবাধ আমদানিতে ভারত সরকারও বিপদে পড়ে যায়। গভর্নর জেনারেল, ডালহৌসি ব্রিটেনে লেখেন, "The
representatives of the Board of Revenue, in my humble
judgment, have established that, under the existing system, no injustice is
done to the importer of salt, but that great and growing
injustice is inflicted on the native producer of the article। The
direct effect of this has been to enable imported salt
to compete with native manufactured salt so successfully that it is thrusting the latter out of the market, while, if the selling price of native salt were, what it would be in the hands of native traders, it might still hold its ground।
The Government, in my opinion, should be far less ashamed of confessing that it has committed a blunder than of showing reluctance to remedy an injustice lest it should at the same time be convicted of having previously
blundered। It may be too that the imported salt, with the
many advantages which it is shown to enjoy in its import over other articles of
commerce, may still drive the native salt out of the market, even at its
readjusted price। If this should prove to be the case, the
Government will have to consider the question under that new aspect। Its
present duty is obvious। So great a change, however, cannot with propriety
be carried into effect until a reference shall have been made to the Honourable
Court of Directors। Let this be done by next mail, and as the case is
urgent, an early reply should be requested।"
No comments:
Post a Comment