একটি ঘড়ার নাম সর্বসুন্দরী।
এই আমার বাংলা!
এই আমার কারিগত্রের সৌন্দর্য সাধানা।
কলকাতার কালিঘাটের ক্যাওড়াতলার লোহাজঙ্গএর কলসি ও অন্যান্য কাঁসা পিতলের দ্রব্য তৈরির পদ্ধতি এবং যন্ত্রপাতি। এছাড়াও বামনদাস মুখার্জি রোডের কারিগরিও তিনি এখানে উপস্থিত করেছেন।
এই অঞ্চলে লোহাজঙ্গের কলসি ছাড়াও তৈরি হয় কড়াচারি বা বৃন্দাবনি গামলা, রামচন্দ্রপুরের ঘটি, পানবাটা বা ডাবর, চাল বা দুধ গরম করার ডেক, থালা, প্লেট অন্যান্য গামলা আর গেলাস বা পানপাত্র।
No comments:
Post a Comment