আপন করেছেন। ভালো বেসেছেন। পরম পত্রিকাতে আমার মতো মানুষের কথালাপ ছেপেছেন। যত্ন করে পরম সংখ্যার রত্নগুলো আমার হাতে তুলে দিয়েছেন। আমি যে আখড়া যাই, শ্মশানে থাকি, অঘোরী তান্ত্রিক ভৈরবী বাউল ফকির সহজিয়াদের সঙ্গে ওঠাবসা করি, সেই ডকুমেন্টটেশনের চেষ্টাটাকে যাঁরা সম্মান করেন Biswendu Nanda তাঁদের একজন। উৎসাহ পাই তাঁর মরমিয়া কথাবার্তার ভেতরে। আর এই ভদ্রলোকের অবাক করা হাতের তালুর মতো গ্রাম চেনার পথ ও পন্থাতে নতজানু হই। যাঁরা ওঁর সঙ্গে দু দণ্ড কথা বলেছেন তাঁরা জানেন কী অগাধ পড়াশোনা এই মানুষটার। এই মানুষটার প্রাণপ্রিয় পরম পত্রিকা এবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পরিচালিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলাতে স্মারক সম্মান লাভ করছে। এই সম্মান ওঁর একার নয়। আমরা যাঁরা লোকায়ত বাংলা নিয়ে কথা বলি তাঁদেরও। ১১ তারিখ রবীন্দ্র - ওকাকুরা মঞ্চে পরম লোকায়ত বাংলার প্রতিনিধিত্ব করছে এর থেকে আনন্দের কী আর হতে পারে।
আমাদের উত্তর
আর যারা এই কথাগুলো পড়ছেন, তাদের অনুরোধ করব পরমের ২৩ তম বাংলার সারস্বত অবদান সংখ্যায় আমাদের দার্শনিক, তাত্ত্বিক সোমব্রতর সাক্ষাৎকারটা দয়া করে পড়ুন। বাংলার ব্যতিক্রমী দার্শনিক-কবি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবেন। বাংলার কারিগর, তাঁতি এবং অভিকর শিল্পীরা সোমব্রতর কাছে কৃতজ্ঞ, তিনি শত ব্যবস্ততা সত্ত্বেও বাংলার কারিগরদের একটি অনামী পত্রিকাকে সময় দিয়েছেন, অসাধারণ শুদ্ধতা এবং শ্রদ্ধায় তাঁর অধীত বিদ্যা জ্ঞান উন্মোচন করেছেন।
জয় বাংলা।
জয় গুরু।
No comments:
Post a Comment