চিরস্থায়ী বন্দোবস্তের সমর্থকেদের এই তথ্যগুলি পড়তে অনুরোধ করা হচ্ছে -
*** সেনসাস কমিশনার টমাস মুনরোর মতে ১৮৪২ পর্যন্ত ভারতে কোন ভূমিহীন কৃষক ছিল না।
*** ১৮৭২এ ভূমিহীন কৃষকের সংখ্যা দাঁড়ায় ৭৫ লক্ষ।
*** ১৯৩১এর সেন্সাসে ভূমিহীন কৃষক মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা ফ্লাউড কমিশনে বলছেন কৃষকদের নানান ভাগ করে এই সংখ্যা কম দেখানো হয়েছে। এটা ৩৩%এর অনেক বেশি।
*** ১৯২১এ জমিদার ও খাজনা ভোগীর সংখ্যা ছিল ৩৯০৫৬২, ১৯৩১এ হল ৬৩৩৮৩৪ অর্থাত ৬২% বাড়ল।
*** কৃষি কর্মরত ভূমি মালিক এবং প্রজা ১৯২১এ ছিল ৯২৭৪৯২৪; ১৯৩১এ কমে হল ৬০৭৯৭১৭
***কৃষি শ্রমিক ১৯২১এ ছিল ১৮০৫৫০২ থেকে ১৯৩২এ বেড়ে হল ২৭১৮৯৩৯।
*** ১৮৮৪ সালে ৪৩০০ দলিল হস্তান্তর হয়, ১৯১৩ সালে দাঁড়ায় ১৫ লক্ষে। বিপুল সংখ্যক কৃষক জমি হারিয়ে কৃষি শ্রমিকে পরিণত হল।
No comments:
Post a Comment