Ipsita জনৈকের একটি আবেগ জর্জর লেখা তুলেছেন---
"চারপাশে অদ্ভুত একটা প্রজন্মকে বেড়ে উঠতে দেখি - যারা উপেন্দ্রকিশোর, সুকুমার, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম, বিভূতিভূষণ, মানিক... মায় সত্যজিৎ, বুদ্ধদেব, সুনীল অবধি পড়েনি।
এই অপরাধের ক্ষমা নেই।
হে সুকুমার, এদের ক্ষমা করে দিও।"
...
এবারে আমাদের ছোটলোকেদের পাল্টা উত্তর-
পলাশীর পরে যে ১০টা প্রজন্ম - আচ্ছা আচ্ছা পলাশী নয় বাংলা ভাগের পর ৩টি প্রজন্ম --
১) লেটো, জং, জারি, মোর্শিয়া, আলকাপ, ডোমনি, ডাংপুতুল, বনবিবি, সত্যপীর, খন, হালুয়া-হালুয়ানি দেখাতো দূরস্থান নামও বোধহয় জানে না
"চারপাশে অদ্ভুত একটা প্রজন্মকে বেড়ে উঠতে দেখি - যারা উপেন্দ্রকিশোর, সুকুমার, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম, বিভূতিভূষণ, মানিক... মায় সত্যজিৎ, বুদ্ধদেব, সুনীল অবধি পড়েনি।
এই অপরাধের ক্ষমা নেই।
হে সুকুমার, এদের ক্ষমা করে দিও।"
...
এবারে আমাদের ছোটলোকেদের পাল্টা উত্তর-
পলাশীর পরে যে ১০টা প্রজন্ম - আচ্ছা আচ্ছা পলাশী নয় বাংলা ভাগের পর ৩টি প্রজন্ম --
১) লেটো, জং, জারি, মোর্শিয়া, আলকাপ, ডোমনি, ডাংপুতুল, বনবিবি, সত্যপীর, খন, হালুয়া-হালুয়ানি দেখাতো দূরস্থান নামও বোধহয় জানে না
২) শোলার মুখা, কাঠের মুখা, রাবণকাটা মুখা, ছম মুখা নাচ দেখেনি...
৩) মেল্লি, ধোকড়া, পোড়ামাটির তুলসিমঞ্চ, কাকে বলে জানে না
৪) যাদের জীবনে ঝাঁকসু, কে কে হাজরা, হরকুমার গুপ্ত, জিতেন বর্মন,সুবল দাস বৈরাগ্য, মাধাই দাস মহান্ত দীনেশ-দীপ্তি রায়েদের অস্তিত্বই বেবাক নেই
৫) বাংলায় যে কয়েক হাজার দেশি ধান ছিল তার ১০টার নামও বলতে পরবে না সে চালও চিনতে পারবে না
৬) যাদের জীবন সহরাই, বাঁদনা, গাজন, নীল, মহরম, ঈদ, সয়লার মত পরবে জোড়ে না
৭) যাদের কাছে মধুমঙ্গল মালাকার, নিতাই চন্দ, সাঞ্জুলাল সরকার, নেপাল সূত্রধর, গীতা কর্মকার, ননীবালা, শীতল ফৌজদার, হরিপদ বসাকদের নাম, তাদের কাজের অস্তিত্ব শূন্য
তাদের ক্ষমা করবে কোন সুকুমার?
এরা কি অদ্ভুত প্রজন্মের মধ্যে পড়বেন?
No comments:
Post a Comment