মধ্যবাংলা ও মধ্য ইংরেজী স্কুলের তৃতীয় শ্রেণী এবং এন্ট্রেন্স স্কুলের চতুর্থ বা পঞ্চম শ্রেণীর বালকদিগের পাঠোপযোগী
রাজনারায়ণ দাস কর্ত্তৃক চরিত
নূতন সংস্কপ্রণ
হেয়ার প্রেস- কলিকাতা
১৩০৬
ভূমিকা
লোকে সম্মুখে আদর্শ রাখিয়া তদভিমুখে অগ্রসর হইবার চেষ্টা করিলে উন্নতিলাভ করে। ...মহারাণী ভিক্টোরিয়ার জীবন সুদুর্লভ সদগুণ ও অলৌকিক মহত্বে পূর্ণ। অধিকন্তু তিনি আমাদের রাজ্যেশ্বরী। সদগুণালঙ্কৃত রাজচরিত্রই প্রজার আদর্শ। কোমল মতি শিশুগণ যাহাতে এই উচ্চ আদর্শ সম্মুখে রাখিয়া জীবনে মনুষ্যত্ব ও মহত্ব লাভ করিতে পারে, এই উদ্দেশ্যে আদর্শ-রমণী মহারাণী ভক্টোরিয়া নাম দিয়া আমাদের বর্ত্তমান রাজ্যেশ্বরীর জীবনচরিত প্রণীত হইল। ইহাতে তাঁহার গৌরবান্বিত পবিত্র জীবনের অপূর্ব্ব চিত্র অঙ্কিত করতে সক্ষম হইয়াছি বলিয়া আমি একেবারও মনে করি না...
No comments:
Post a Comment