Friday, October 20, 2017

ভদ্র বাঙালির ব্যবসা আত্মানুসন্ধান


আম-বাঙ্গালি আদতে ব্যবসায়ী এটা মনে রাখা দরকার
---
আর ১০ বছর পরে ওদের দুশ বছর! ভাবা যায়!
অথচ বৈদ্যনাথ-মন্মথনাথ সাহার ব্যবসা ক'জন ভদ্র বাঙ্গালি জানেন সন্দেহ আছে।
----
ভদ্র বাঙ্গালি(উভয় ধর্মের) ব্যবসার আশপাশ মাড়ান না।
তার জীবনে লাল হিসেব রাখার খাতা বা বাংলা পঞ্জিকা বাড়ন্ত।
তার সম্বল ইওরোপিয় জ্ঞানচর্চা সমৃদ্ধ ইংরেজি ক্যালেন্ডার আর চাকরবৃত্তি।
---
আমরা বাংলার সঙ্গঠনগুলির গত অর্ধশতকের তৈরি পথ, সাগঠনিক দান সংগ্রহ থেকে বেরিয়ে এসে সদস্য আর বন্ধুদের চাঁদা এবং ব্যবসা উদ্বৃত্ত তৈরি করে পাথেয় সংগ্রহে মন দিয়েছি।
তাই লাল হিসেব রাখার খাতা আর বাংলা পঞ্জিকা আমাদের সঙ্গী।
---
সঙ্গের ছবিটি তাঁদের তৈরি হিসেবের খাতা আর তাঁদের ছাপানো বাংলা পঞ্জিকা। পরের ছবিটি বাঙ্গলিক(বাংলার মাঙ্গলিক চিহ্ন = বাঙ্গলিক) চিহ্নের, টাকার ছাপ দেওয়া প্রথম পাতার।

No comments: