অথচ বৈদ্যনাথ-মন্মথনাথ সাহার ব্যবসা ক'জন ভদ্র বাঙ্গালি জানেন সন্দেহ আছে।
----
ভদ্র বাঙ্গালি(উভয় ধর্মের) ব্যবসার আশপাশ মাড়ান না।
তার জীবনে লাল হিসেব রাখার খাতা বা বাংলা পঞ্জিকা বাড়ন্ত।
তার সম্বল ইওরোপিয় জ্ঞানচর্চা সমৃদ্ধ ইংরেজি ক্যালেন্ডার আর চাকরবৃত্তি।
---
তাই লাল হিসেব রাখার খাতা আর বাংলা পঞ্জিকা আমাদের সঙ্গী।
---
সঙ্গের ছবিটি তাঁদের তৈরি হিসেবের খাতা আর তাঁদের ছাপানো বাংলা পঞ্জিকা। পরের ছবিটি বাঙ্গলিক(বাংলার মাঙ্গলিক চিহ্ন = বাঙ্গলিক) চিহ্নের, টাকার ছাপ দেওয়া প্রথম পাতার।
No comments:
Post a Comment