এক সময় এশিয়া ছিল বিশ্ব কেন্দ্র। যারা বিশ্বাস করেন তা তাদের জন্য সাদাদের সূত্র উল্লেখ করলাম।সে সময় বাংলা ছিল বিশ্বের সব থেকে বড় উৎপাদক। তার ছিল ৬এর কাছাকাছি(১৯৯০কে ভিত্তিবর্ষ ধরে(সূত্রঃ এঙ্গাস ম্যাডিসন, কনটুরস অব ওয়ার্লড ইকমনি ১-২০৩০ এডি থেকে)।
এই তালিকাটি লক্ষ্য করুণ, ১৭০০ সালে প্রায় ২৫, কিন্তু ১৮৭০এ তার অর্ধেক। ব্রিটেন তখন প্রায় ১৭০০য় ৩, কিন্তু ১৮৭০এ তার তিনগুণ ৯।
---
১৯১৩কে ভিত্তিবর্ষ ধরে ব্রিটেনের ঐ সময়ের জিডিপির ইতিবৃত্ত – ১৭২০-২১ – ২.১, ১৭৬০-৬১ – ২.৬, ১৭৭০-৭১ – ৩.৩,, ১৭৮০-৮১ – ৩.৫, ১৭৯০-৯১ – ৪.৬, ১৮০০-০১ – ৫.৭, ১৮১০-১১ – ৭.১, ১৮২০-২১ – ৯.৭, ১৮৩০-৩১ – ১৮.৩, ১৮৪০-৪১ – ১৯.৬। লক্ষ্য করুন ১৮০০র পর থেকে জিডিপি ৫এর উর্ধমুখী আর ৩০এর পর লাফিয়ে দুই অংক ছাড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে কুড়ির ঘরে প্রবেশ করেছে।(সূত্রঃ বিনয় ঘোষ, বাঙলার নবজাগরণ)
No comments:
Post a Comment