অমুসলমান লক্ষ্মীপুজোর, আর মুসলমানেরা গীতিকায়
অমুসলমানেদের জলে ভাসার উদাহরণ বাংলার মঙ্গল কাব্য। মুঘল যুগেও পর্তুগিজেরা চট্টগ্রামকে পোর্ট গ্রান্ডি - মানে বড় বন্দর আর হুগলিকে পোর্ট পেকিনো বা ছোট বন্দর বলত যেটা নিয়ন্ত্রণ করত বক্সীরা(মূলত সেনাবাহিনীর বেতন দাতা), যে জন্য ইওরোপিয়রা একে বলত বক্স বন্দর, এর সঙ্গে বাক্সর কোন যোগাযোগ নেই যতদূর সম্ভব। চট্টগ্রামে ভারতে ইসলাম আসার আগে থেকেই ইসলামি বণিকদের বাস। ঠিক যেমন মালাবারে নবির সময়ের একটা মসজিদ আজও আছে।
এই স্মৃতি লক্ষ্মী পুজো হিসেবে আজও ধরে রেখেছেন বাংলার অমুসলমান কন্যেরা, আর মুসলমানেরা গীতিকাগুলোয়।
আজও কটকে বালিযাত্রা উৎসব পালিত হয় - সে সময় কটক, বালেশ্বর আর পিপলি ছিল দক্ষিণপূর্ব্দিকে যাওয়ার বন্দর।
No comments:
Post a Comment