আমাদের কাজের সঙ্গে বিশাল ব্যাপক খ্যাতিওয়ালা নিন্মবর্গের ঐতিহাসিকদের কাজের মিল নেই। এটা নিম্নবর্গের ইতিহাস নয় ছোটলোকেদের ইতিহাস, বাংলার ছোটলোকেদের ইতিহাস। আর আমরা তাঁদের মত পেশাদার বিদেশে থাকা/পড়ানো ইংরেজি শিক্ষিত ঐতিহাসিকও নই। ছোটলোক ছোটলোক আর ছোটলোক...
নিম্নবর্গের ঐতিহাসিকদের কয়েকজনের কাজ বাদদিলে, অধিকাংশের ইতিহাস রচনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। কারণ তারা বুঝতেই পারছেন না, নিম্নবর্গ সত্যিই কি কথা বলতে পারে?
যে ইতিহাস মূলত নিম্নবর্গের মুখের ভাষায় হয় না, সে ইতিহাসে নিম্নবর্গের কাজ কি? সেতো মধ্যভদ্রশ্রেণীর জন্য তৈরি করা ইতিহাসমাত্র, নিম্নবর্গ সেখানে ক্রীড়ানক।
No comments:
Post a Comment