অপ্রয়োজনীয় উৎপাদন বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ লুঠ করাই আদতে জিডিপি বাড়ার একমাত্র শর্ত। জিডিপি বাড়লে আরও কর্পোরেট বিনিয়োগ বাড়ে, আরও প্রকৃতি লুঠ আর ধ্বংস হয়, আরও বর্জ্য তৈরি হয়। কর্পোরেটরা শক্তিশালী হয়। ভদ্রসন্তানদের চাকরি হয়। লুঠ আরও কত ভালভাবে করা যেতে পারে, কর্পোরেটকে সেই শলা দিতে, দালালির(কনসালট্যান্সি) সুযোগ বাড়ে উচ্চবর্ণের। তাদের রোজগার বাড়ে, স্বাচ্ছন্দ্য বাড়ে। বিপরীতে এইসব ব্যবস্থা তৈরিতে প্রচুর শ্রমিক লাগে, স্মার্ট সিটি তৈরির উদ্যম বাড়ে। নতুন শহর, রাস্তা, নানা ধরণের পরিবেশ ধ্বংসকারী কর্পোরেট ব্যবস্থা তৈরি হতে থাকে। প্রচুর কারিগর উচ্ছেদ হলেই এই ব্যবস্থাটা চাঙ্গা হয়।
এটা জিরো সাম গেম। একজন জিতলে অন্যজন হারবে - এটা নিশ্চিত।
জিডিপি কমার অর্থ, কর্পোরেট অর্থনীতি ঢিমে তালে চলা, কম বিনিয়োগ, কম উৎপাদন, কম কারখানা চালু, নতুন কারখানা না হওয়া, বিশ্ব আর কারিগর, তার মাটির সন্তানেরা আরও কিছু দিন বেঁচে থাকার অধিকার ঝালিয়ে নিতে পারে।
No comments:
Post a Comment